বন্ধুদের সঙ্গে হাউস পার্টি হোক কিংবা বিয়েবাড়ি, যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে চুলে রঙ করানোর মতন ঝামেলা পোহাতে হয়। তবে বিশেষজ্ঞদের মতে চুলে রঙ না করানোই শ্রেয়। কারণ বাজারে যে সমস্ত হেয়ার কালার বিক্রি হয় সেগুলো বেশিরভাগই সব রাসায়নিক পদার্থ। এতে চুল ভাল হওয়ার চেয়ে খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি বেশি। তাই অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বলে মন খারাপ না করে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা থেকে রেহাই পাবেন চটপট দেখে নিন...
আমলকী বাটা: চুলের ক্ষেত্রে এর কোনও বিকল্প হয়না। আমলা হল চুলের মহৌষধ। এই প্রাকৃতিক উপাদানটি আপনি বেটে কিংবা গুড়ো করে চুলের গোঁড়ায় লাগাতে পারেন। আমলকী বেটে নিয়ে তার সঙ্গে একটু নারকোল তেল মিশিয়ে ভাল ভাবে সপ্তাহে অন্তত ৪-৫ দিন লাগান। ২০ মিনিট লাগিয়ে রাখার পর চুল ধুয়ে নিন। চুলে খুসকি কিংবা চুল পড়ে যাওয়াকেও রোধ করবে আমলকী।