Hair care: চুল পাতলা ও রুক্ষ হয়ে যাচ্ছে, কলা দিয়ে ঘরেই বানিয়ে নিন চার ধরনের হেয়ার মাস্ক

Last Updated:
Hair care:লে প্রাণ না থাকলে তাতে কোনও রকম স্টাইলও মানায় না। কিন্তু এই রোজকার সমস্যার সমাধান পার্লারে গিয়ে করা সম্ভব নয়। তাই বাড়িতেই তৈরি করে নিন কলা দিয়ে হেয়ার মাস্ক।
1/5
সৌন্দর্য ও সাজ অসম্পূর্ণ থেকে যায়, যদি চুলে জেল্লা না থাকে। চুলের সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্য়া নেহাত কম নয়। সমস্যা থেকে রেহাই পাওয়া মোটেই সহজ নয়।চুলে প্রাণ না থাকলে তাতে কোনও রকম  স্টাইলও মানায় না। কিন্তু এই রোজকার সমস্যার সমাধান পার্লারে গিয়ে করা সম্ভব নয়। তাই বাড়িতেই তৈরি করে নিন কলা দিয়ে হেয়ার মাস্ক। জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।
সৌন্দর্য ও সাজ অসম্পূর্ণ থেকে যায়, যদি চুলে জেল্লা না থাকে। চুলের সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্য়া নেহাত কম নয়। সমস্যা থেকে রেহাই পাওয়া মোটেই সহজ নয়।চুলে প্রাণ না থাকলে তাতে কোনও রকম স্টাইলও মানায় না। কিন্তু এই রোজকার সমস্যার সমাধান পার্লারে গিয়ে করা সম্ভব নয়। তাই বাড়িতেই তৈরি করে নিন কলা দিয়ে হেয়ার মাস্ক। জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।
advertisement
2/5
১) চুলে পুষ্টি জোগাতে কলার সঙ্গে পেঁপে আর মধুর মাস্ক ব্যবহার করুন। পরিমাণ মতো পাকা কলার সঙ্গে পাকা পেঁপে চটকে মাখুন। এর পরে মিশ্রণটি তরল করতে মধু মেশান। স্ক্যাল্প থেকে পুরো চুলে মাখুন সেই প্যাক। এর পরে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪৫ মিনিটসেই প্যাক মাথায় রেখে শ্যাম্পু করুন।
১) চুলে পুষ্টি জোগাতে কলার সঙ্গে পেঁপে আর মধুর মাস্ক ব্যবহার করুন। পরিমাণ মতো পাকা কলার সঙ্গে পাকা পেঁপে চটকে মাখুন। এর পরে মিশ্রণটি তরল করতে মধু মেশান। স্ক্যাল্প থেকে পুরো চুলে মাখুন সেই প্যাক। এর পরে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪৫ মিনিটসেই প্যাক মাথায় রেখে শ্যাম্পু করুন।
advertisement
3/5
২)  শুধু খাওয়া নয়। চুলের জন্যও কলার উপকারিতা অপরিসীম। কলার সঙ্গে ডিম ও মধু দিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। পাকা কলা চটকে তাতে একটা ডিম ফাটান। এর পরে একটু মধু মিশিয়ে নিন। মাস্কটি স্ক্যাল্পে ও চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
২) শুধু খাওয়া নয়। চুলের জন্যও কলার উপকারিতা অপরিসীম। কলার সঙ্গে ডিম ও মধু দিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। পাকা কলা চটকে তাতে একটা ডিম ফাটান। এর পরে একটু মধু মিশিয়ে নিন। মাস্কটি স্ক্যাল্পে ও চুলে লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
advertisement
4/5
৩) চুলে খুশকির সমস্যা হলে চুলের স্বাস্থ্য দ্রুত খারাপ হয়। এক্ষেত্রে একটা পাকা কলার সঙ্গে টকদই ও দু চামচ মধু মিশিয়ে চটকে ভাল করে মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি তৈরি হয়ে গেলে স্ক্যাল্পে ও চুলে ভাল করে মাস্কটি লাগান। আধ ঘণ্টা মাস্কটি রেখে ভাল করে শ্যাম্পু করুন। চুলের খুশকি দূর করতে এর জুড়ি মেলা ভার।
৩) চুলে খুশকির সমস্যা হলে চুলের স্বাস্থ্য দ্রুত খারাপ হয়। এক্ষেত্রে একটা পাকা কলার সঙ্গে টকদই ও দু চামচ মধু মিশিয়ে চটকে ভাল করে মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি তৈরি হয়ে গেলে স্ক্যাল্পে ও চুলে ভাল করে মাস্কটি লাগান। আধ ঘণ্টা মাস্কটি রেখে ভাল করে শ্যাম্পু করুন। চুলের খুশকি দূর করতে এর জুড়ি মেলা ভার।
advertisement
5/5
৪) যাদের চুল বেশি তারাই এই মাস্ক ব্যবহার করুন। পাকা কলা আগে ভাল করে চটকে নিন। তাতে এবার নারকেলের দুধ মিশিয়ে নিন। হালকা চুল ভিজিয়ে চুলের গোড়ায় এই মাস্ক লাগান। আস্তে আস্তে স্ক্যাল্প মাসাজ করুন। এতে চুলের ডিপ কন্ডিশনিং হয়। চুল হয় মোলায়েম ও গোড়া থেকে শক্ত।
৪) যাদের চুল বেশি তারাই এই মাস্ক ব্যবহার করুন। পাকা কলা আগে ভাল করে চটকে নিন। তাতে এবার নারকেলের দুধ মিশিয়ে নিন। হালকা চুল ভিজিয়ে চুলের গোড়ায় এই মাস্ক লাগান। আস্তে আস্তে স্ক্যাল্প মাসাজ করুন। এতে চুলের ডিপ কন্ডিশনিং হয়। চুল হয় মোলায়েম ও গোড়া থেকে শক্ত।
advertisement
advertisement
advertisement