সামনেই বিয়ে? সারিয়ে ফেলুন ত্বকের সাধারণ সমস্যাগুলো

Last Updated:
1/6
বিয়ের মরশুম চলে এশেছে! নববধূর সাজে আপনাকে কোনও রাজকন্যের চেয়ে কম সুন্দরী দেখালে চলবে না। তবে তার আগে সারিয়ে ফেলুন ত্বকেরসাধারণ অথচ অস্বস্তিকর সমস্যা। (Photo collected)
বিয়ের মরশুম চলে এশেছে! নববধূর সাজে আপনাকে কোনও রাজকন্যের চেয়ে কম সুন্দরী দেখালে চলবে না। তবে তার আগে সারিয়ে ফেলুন ত্বকেরসাধারণ অথচ অস্বস্তিকর সমস্যা। (Photo collected)
advertisement
2/6
ব্রণ এবং অ্যাকনের দাগ কিন্তু বিশেষ এই দিনটিতে আপনার লুককে একেবারে মাটি করে দিতে পারে। যদি আপনার ত্বকে ব্রণ বা অ্যাকনে বেশি হওয়ার প্রবণতা থাকে, তাহলে আগেই কোনও ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে রাখুন। প্রতিদিনের খাওয়াদাওয়ার দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, বেশি তেল জাতীয় খাবার, হজমের গোলমাল ব্রণ এবং অ্যাকনের বড়ো একটা কারণ। (Photo collected)
ব্রণ এবং অ্যাকনের দাগ কিন্তু বিশেষ এই দিনটিতে আপনার লুককে একেবারে মাটি করে দিতে পারে। যদি আপনার ত্বকে ব্রণ বা অ্যাকনে বেশি হওয়ার প্রবণতা থাকে, তাহলে আগেই কোনও ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে রাখুন। প্রতিদিনের খাওয়াদাওয়ার দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, বেশি তেল জাতীয় খাবার, হজমের গোলমাল ব্রণ এবং অ্যাকনের বড়ো একটা কারণ। (Photo collected)
advertisement
3/6
হাতে, মুখে ট্যানিং এবং আনইভ্ন স্কিনটোন কিন্তু খুব সাধারণ একটা সমস্যা। সানস্ক্রিন ছাড়া রোদ্দুরে বেরলেই হয়। এর মোকাবিলায় আলুর রস, পাতিলেবুর রস খুব কাজে আসে। ত্বকে নিয়মিত শশা, টমেটোর রস লাগালেও এই সমস্যা কমে যায়। (Photo collected)
হাতে, মুখে ট্যানিং এবং আনইভ্ন স্কিনটোন কিন্তু খুব সাধারণ একটা সমস্যা। সানস্ক্রিন ছাড়া রোদ্দুরে বেরলেই হয়। এর মোকাবিলায় আলুর রস, পাতিলেবুর রস খুব কাজে আসে। ত্বকে নিয়মিত শশা, টমেটোর রস লাগালেও এই সমস্যা কমে যায়। (Photo collected)
advertisement
4/6
স্ট্রেস, দীর্ঘ সময় কাজ করা, সঠিক ঘুমের অভাব ইত্যাদি কারণের জন্যে চোখের নীচে দেখা যায় ডার্ক সার্কল। ব্যবহার করতে পারেন আন্ডার আই জেল। চোখের নীচের ত্বক আর্দ্র থাকবে। ভিটামিন ‘এ’ গুণসমৃদ্ধ রেটিনল ব্যবহার করতে পারেন অথবা করতে পারেন কোল্ড কম্প্রেস। তবে এই সমস্যা কমাবার সবচেয়ে ভালো উপায় হল অন্ততপক্ষে দিনে আটঘণ্টা ঘুমোনো। (Photo collected)
স্ট্রেস, দীর্ঘ সময় কাজ করা, সঠিক ঘুমের অভাব ইত্যাদি কারণের জন্যে চোখের নীচে দেখা যায় ডার্ক সার্কল। ব্যবহার করতে পারেন আন্ডার আই জেল। চোখের নীচের ত্বক আর্দ্র থাকবে। ভিটামিন ‘এ’ গুণসমৃদ্ধ রেটিনল ব্যবহার করতে পারেন অথবা করতে পারেন কোল্ড কম্প্রেস। তবে এই সমস্যা কমাবার সবচেয়ে ভালো উপায় হল অন্ততপক্ষে দিনে আটঘণ্টা ঘুমোনো। (Photo collected)
advertisement
5/6
যদি আপনার বিয়ের সাজ স্লিভলেস হয়, তাহলে তো আপনাকে আগেই নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার আন্ডারআর্মস ডার্ক যেন না হয়। ডার্ক হলে নারকেল তেল অথবা লেবুর রস লাগালে অনেকটাই হালকা হয়ে যায়। নিজেকে সবসময় পরিচ্ছন্ন রাখুন। (Photo collected)
যদি আপনার বিয়ের সাজ স্লিভলেস হয়, তাহলে তো আপনাকে আগেই নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনার আন্ডারআর্মস ডার্ক যেন না হয়। ডার্ক হলে নারকেল তেল অথবা লেবুর রস লাগালে অনেকটাই হালকা হয়ে যায়। নিজেকে সবসময় পরিচ্ছন্ন রাখুন। (Photo collected)
advertisement
6/6
পিঠে যেন কোনও রকম দাগ না থাকে, আগেই সচেতন থাকুন। কারণ বাঙালি বিয়ের পোশাক শাড়ি ব্লাউজ় বা চোলি ছাড়া ভাবাই যায় না। আর এই ব্লাউজ় বা চোলি কিন্তু পিঠের অনেকটাই উন্মুক্ত রাখে। পিঠের দাগ ভালো স্কিন লাইটনিং ক্রিমের ব্যবহার এবং লেসার থেরাপির মাধ্যমে অনেকটাই হালকা হয়ে যায়। (Photo collected)
পিঠে যেন কোনও রকম দাগ না থাকে, আগেই সচেতন থাকুন। কারণ বাঙালি বিয়ের পোশাক শাড়ি ব্লাউজ় বা চোলি ছাড়া ভাবাই যায় না। আর এই ব্লাউজ় বা চোলি কিন্তু পিঠের অনেকটাই উন্মুক্ত রাখে। পিঠের দাগ ভালো স্কিন লাইটনিং ক্রিমের ব্যবহার এবং লেসার থেরাপির মাধ্যমে অনেকটাই হালকা হয়ে যায়। (Photo collected)
advertisement
advertisement
advertisement