এইসব প্রসাধনের জিনিস ফ্রিজে রাখুন, যাতে সবচেয়ে বেশি সুফল পেতে পারেন
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
সুন্দর থাকতে গেলে কিছু কিছু প্রসাধনের জিনিস ফ্রিজে রাখলে খুব কাজে দেয়
সুন্দর থাকতে গেলে কিছু কিছু প্রসাধনের জিনিস ফ্রিজে রাখলে খুব কাজে দেয়। প্রসাধনের জিনিসপত্র বাথরুমের ক্যাবিনেটে রাখার সত্যিই অনেক সুবিধে, কারণ চট করে হাতের কাছেই পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন যে বিশেষ কিছু প্রসাধনী ফ্রিজে রেখে দিলে তা অনেক বেশি ভালো কাজ করে আর টিকেও যায় অনেক বেশি দিন? এইসব জিনিসপত্র বাথরুমের ক্যাবিনেট থেকে সরিয়ে ফ্রিজে রাখুন, দেখবেন অনেক বেশি সুফল পাচ্ছেন! জানতে চান, ঠিক কোন কোন সামগ্রীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়
advertisement
advertisement
advertisement
ফেসিয়াল মিস্ট--ফেসিয়াল মিস্ট বা স্প্রের বোতল ফ্রিজে রেখে দিন। এতে প্রসাধনীটি যেমন ভালো থাকবে, তেমনি ত্বক আরও দ্রুত সজীব হবে। মুখের ত্বকে বরফের টুকরো ঘষলে তা সঙ্গে সঙ্গে আপনার ত্বকের ছিদ্রগুলিকে টাইট আর সঙ্কুচিত করে দেয়, ফলে আপনার ত্বক মুহূর্তে তরতাজা হয়ে ওঠে| মুখে ঠান্ডা ফেশিয়াল মিস্ট স্প্রে করলেও একই ফল হয়| বিশেষ করে গ্রীষ্মকালে, যখন আপনার ত্বকের আর্দ্রতায় টান ধরে, তখন এটি বিশেষভাবে উপকারি হয়ে ওঠে|
advertisement
advertisement
নেল পলিশ--দলা পাকানো বা ফিকে হয়ে যাওয়া নেল পলিশ নির্ঘাত আপনার দু’ চক্ষের বিষ? তাহলে এখন সময় হয়েছে রেফ্রিজেটরে জায়গা করার, আপনার নেল পলিশের সম্ভার রাখার জন্য| যেহেতু নেল পলিশের সান্দ্রতা বা ভিসকোসিটি শীতলতর তাপমাত্রায় বাড়ে, ব্যবহার করার কয়েক মিনিট আগে কিন্তু মনে করে ফ্রিজ থেকে বের করে রাখতে একেবারেই ভুলবেন না| ঘরের তাপমাত্রায় এনে তার পরে এটি নিশ্চিন্তে ব্যবহার করুন।
advertisement
advertisement
advertisement