Beauty Tips: রাতে ভুলেও মুখে লাগাবেন না এই ৪ জিনিস, ত্বকের বারোটা বাজবে, সকালে দেখবেন র‍্যাশ-ব্রণ-পিগমেন্টে ভরেছে গোটা মুখ

Last Updated:
রাতেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া হয়, যাতে সকালে মুখ সতেজ ও উজ্জ্বল দেখায়। তবে রাতে ভুলেও মুখের ত্বকে ব্যবহার করবেন না এই ৪ জিনিস, ত্বকের দফারফা হবে
1/5
রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাই-ই কমবেশি মুখের যত্ন নেন। এটা খুবই স্বাভাবিক। সারাদিনের ক্লান্তি ও ধুলোর কারণে মুখের ত্বক ক্লান্ত হয়ে পড়ে। তাই রাতেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া হয়, যাতে সকালে মুখ সতেজ ও উজ্জ্বল দেখায়। তবে রাতে ভুলেও মুখের ত্বকে ব্যবহার করবেন না এই ৪ জিনিস, ত্বকের দফারফা হবেImage: News18
রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাই-ই কমবেশি মুখের যত্ন নেন। এটা খুবই স্বাভাবিক। সারাদিনের ক্লান্তি ও ধুলোর কারণে মুখের ত্বক ক্লান্ত হয়ে পড়ে। তাই রাতেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া হয়, যাতে সকালে মুখ সতেজ ও উজ্জ্বল দেখায়। তবে রাতে ভুলেও মুখের ত্বকে ব্যবহার করবেন না এই ৪ জিনিস, ত্বকের দফারফা হবেImage: News18
advertisement
2/5
লেবু বা সাইট্রাস জাতীয় ফল-- লেবুতে ভিটামিন সি থাকে বলে এটি ত্বকের জন্য উপকারী। তবে রাতে লেবু বা সাইট্রাস ফল মুখে ব্যবহার করা ঠিক নয়। লেবুতে অ্যাসিড থাকে, যা ত্বকে জ্বালা বা র‍্যাশের সৃষ্টি করতে পারে। তাই লেবু ব্যবহার করলে তা দিনে সামান্য সময়ের জন্য লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলাই ভাল।
Image: News18
লেবু বা সাইট্রাস জাতীয় ফল-- লেবুতে ভিটামিন সি থাকে বলে এটি ত্বকের জন্য উপকারী। তবে রাতে লেবু বা সাইট্রাস ফল মুখে ব্যবহার করা ঠিক নয়। লেবুতে অ্যাসিড থাকে, যা ত্বকে জ্বালা বা র‍্যাশের সৃষ্টি করতে পারে। তাই লেবু ব্যবহার করলে তা দিনে সামান্য সময়ের জন্য লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলাই ভাল।Image: News18
advertisement
3/5
অ্যালোভেরা জেল-- অ্যালোভেরা ত্বকের জন্য উপকারী হলেও, কাঁচা অ্যালোভেরা জেল সরাসরি মুখে লাগিয়ে সারা রাত রেখে দেওয়া ঠিক নয়। এতে ত্বকে জ্বালা বা চুলকানি হতে পারে। যদি আপনি অ্যালোভেরা ব্যবহার করতে চান, তাহলে বাজার থেকে ভাল মানের জেল কিনে মুখে লাগান।
Image: News18
অ্যালোভেরা জেল-- অ্যালোভেরা ত্বকের জন্য উপকারী হলেও, কাঁচা অ্যালোভেরা জেল সরাসরি মুখে লাগিয়ে সারা রাত রেখে দেওয়া ঠিক নয়। এতে ত্বকে জ্বালা বা চুলকানি হতে পারে। যদি আপনি অ্যালোভেরা ব্যবহার করতে চান, তাহলে বাজার থেকে ভাল মানের জেল কিনে মুখে লাগান।Image: News18
advertisement
4/5
কাঁচা দুধ-- কাঁচা দুধ মুখ পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। তবে দুধে ব্যাকটেরিয়া থাকে, যা ত্বকে ইনফেকশন বা ব্রণের কারণ হতে পারে। রাতে মুখে কাঁচা দুধ লাগিয়ে ঘুমিয়ে পড়া ঠিক নয়, কারণ এতে ত্বকের ক্ষতি হতে পারে। যদি আপনি দুধ ব্যবহার করতে চান, তাহলে তা দিনে ব্যবহার করুন এবং কিছু ক্ষণ পর ধুয়ে ফেলুন।
Image: News18
কাঁচা দুধ--কাঁচা দুধ মুখ পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। তবে দুধে ব্যাকটেরিয়া থাকে, যা ত্বকে ইনফেকশন বা ব্রণের কারণ হতে পারে। রাতে মুখে কাঁচা দুধ লাগিয়ে ঘুমিয়ে পড়া ঠিক নয়, কারণ এতে ত্বকের ক্ষতি হতে পারে। যদি আপনি দুধ ব্যবহার করতে চান, তাহলে তা দিনে ব্যবহার করুন এবং কিছু ক্ষণ পর ধুয়ে ফেলুন।Image: News18
advertisement
5/5
গাঢ় মুখের তেল-- রাতে তেল লাগানো ভাল, তবে খুব গাঢ় তেল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। এর ফলে মুখে ব্রণ ও র‍্যাশ হতে পারে। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে গাঢ় মুখের তেল ভুলেও ব্যবহার করবেন না।
Image: News18
গাঢ় মুখের তেল--রাতে তেল লাগানো ভাল, তবে খুব গাঢ় তেল ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়। এর ফলে মুখে ব্রণ ও র‍্যাশ হতে পারে। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে গাঢ় মুখের তেল ভুলেও ব্যবহার করবেন না।Image: News18
advertisement
advertisement
advertisement