ঘি শুধু না খেয়ে মাখুন চুলে-গায়ে, দেখুন ম্যাজিক !

Last Updated:
1/6
রান্নাঘরে একটি প্রধানতম খাদ্য উপাদান হল ঘি। ঘি এমন একটি স্বাস্থ্যকর ফ্যাট যা ভিটামিন A, D, E এবং K দিয়ে ভরা। ঘি স্রেফ স্বাস্থ্যের জন্যই নয় বরং আপনার চুল এবং ত্বকের জন্যও ভাল ও উপকারী। (Photo collected)
রান্নাঘরে একটি প্রধানতম খাদ্য উপাদান হল ঘি। ঘি এমন একটি স্বাস্থ্যকর ফ্যাট যা ভিটামিন A, D, E এবং K দিয়ে ভরা। ঘি স্রেফ স্বাস্থ্যের জন্যই নয় বরং আপনার চুল এবং ত্বকের জন্যও ভাল ও উপকারী। (Photo collected)
advertisement
2/6
 একটি বাটির মধ্যে, সম পরিমাণ নারকেল তেলের সঙ্গে 3 - 4 টেবিল চামচ ঘি মেশান। এতে যোগ করুন 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ অ্যালোভেরা। ভাল করে মিশিয়ে নিন। আপনার চুলের দৈর্ঘ্য বরাবর এটি প্রয়োগ করুন। কমপক্ষে ২ ঘন্টা এভাবেই রেখে দিন। এবং উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ( Photo collected)
একটি বাটির মধ্যে, সম পরিমাণ নারকেল তেলের সঙ্গে 3 - 4 টেবিল চামচ ঘি মেশান। এতে যোগ করুন 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ অ্যালোভেরা। ভাল করে মিশিয়ে নিন। আপনার চুলের দৈর্ঘ্য বরাবর এটি প্রয়োগ করুন। কমপক্ষে ২ ঘন্টা এভাবেই রেখে দিন। এবং উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। ( Photo collected)
advertisement
3/6
কম আঁচে একটি পাত্র বসিয়ে তাতে 4 টেবিল চামচ ঘি যোগ করুন। গলে গেলে ২ টেবিল চামচ নারকেল তেল এবং 1 টেবিল চামচ মধু যোগ করুন। মিশ্রণটি তরল হয়ে গেলে, একটি ছোট সমতল পাত্রে ঢেলে নিয়ে 3 - 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। যখন এটি জমে শক্ত হয়ে যাবে তখন লিপবাম হিসেবে ব্যবহার করতে পারেন। (Photo collected)
কম আঁচে একটি পাত্র বসিয়ে তাতে 4 টেবিল চামচ ঘি যোগ করুন। গলে গেলে ২ টেবিল চামচ নারকেল তেল এবং 1 টেবিল চামচ মধু যোগ করুন। মিশ্রণটি তরল হয়ে গেলে, একটি ছোট সমতল পাত্রে ঢেলে নিয়ে 3 - 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। যখন এটি জমে শক্ত হয়ে যাবে তখন লিপবাম হিসেবে ব্যবহার করতে পারেন। (Photo collected)
advertisement
4/6
ঘুমনোর আগে ঘি চোখের পাতা ও চোখের কোলে লাগান। সকালে উঠে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই রুটিন মেনে চললে চোখের কোলের কালি দূর হবে। (Photo collected)
ঘুমনোর আগে ঘি চোখের পাতা ও চোখের কোলে লাগান। সকালে উঠে জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই রুটিন মেনে চললে চোখের কোলের কালি দূর হবে। (Photo collected)
advertisement
5/6
ঘি গরম করে স্নানের আগে সারা গায়ে মাসাজ করুন। মুখ যদি খুব শুষ্ক হয় তাহলে জলের সঙ্গে ঘি মিশিয়ে মুখে মাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। (Photo collected)
ঘি গরম করে স্নানের আগে সারা গায়ে মাসাজ করুন। মুখ যদি খুব শুষ্ক হয় তাহলে জলের সঙ্গে ঘি মিশিয়ে মুখে মাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। (Photo collected)
advertisement
6/6
ত্বক ময়শ্চারাইজ করতে ঘি, দুধ ও বেসন মিশিয়ে প্যাক তৈরি করে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। (Photo collected)
ত্বক ময়শ্চারাইজ করতে ঘি, দুধ ও বেসন মিশিয়ে প্যাক তৈরি করে লাগান। ২০ মিনিট রেখে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। (Photo collected)
advertisement
advertisement
advertisement