Beauty Tips: ‘নখের যত্ন নিন’- সুন্দর নখ আকর্ষণ করে পুরুষদের, জেনে নিন সিক্রেট
- Published by:Debalina Datta
Last Updated:
সমস্যা দূর করতে, সুন্দর নখ রাখার জন্য বেশ কয়েকটি উপায় জেনে নেওয়া যাক। Beauty Tips: অল্পতেই ভেঙে যায়? নখ শক্ত রাখার ১০ উপায় জেনে নিন
advertisement
advertisement
২. নারকেল তেল নারকেল তেল নখের বৃদ্ধিতে সাহায্য করে। তাই নখে নিয়মিত নারকেল তেল দিয়ে মাসাজ করলে উপকার পাওয়া যাবে। আসলে নারকেল তেলে ভিটামিন ই রয়েছে এবং এটি অ্যান্টিঅক্সিড্যান্টের খুব ভালো উৎস। রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙুলে নারকেল তেল মাসাজ করলে ধীরে ধীরে পার্থক্য দেখতে পাওয়া যাবে। Photo- Represetative
advertisement
৩. লেবুর রস কমলালেবু কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেন হল একটি গুরুত্বপূর্ণ উপাদান যা নখের বৃদ্ধি করে এবং নখে প্রাণশক্তি বাড়ায়। কমলালেবুর অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান নখে কোনও ইনফেকশন হতে দেয় না৷ একটি পাত্রে কিছু কমলালেবু নিয়ে তাতে ১০ মিনিট নখ ডুবিয়ে রাখতে হবে৷ তারপর গরম জলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে। দিনে একবার করলে উপকার পাওয়া যাবে। Photo- Represetative
advertisement
৪. অলিভ অয়েল নখ যদি ভঙ্গুর, ক্ষতিগ্রস্ত হয় তাহলে অলিভ অয়েল খুব ভালো কাজে দেবে। অলিভ অয়েল একেবারে নখের গোড়ায় পৌঁছে শুষ্কতা কমিয়ে নখ নরম করে। এটি রক্ত সঞ্চালনে এবং নখের বৃদ্ধিতে সাহায্য করে৷ তাই ভার্জিন অলিভ অয়েল গরম করে ধীরে ধীরে নখে পাঁচ মিনিট মাসাজ করতে হবে। গ্লাভস দিয়ে হাত ঢেকে নিয়ে সারা রাত রেখে দিতে হবে।Photo- Represetative
advertisement
৫. জেল এবং অ্যাক্রিলিক নখ বাদ দিতে হবে নেইল আর্টের জেল এবং অ্যাক্রিলিক নখ দেখতে ভালো লাগে। কিন্তু এই অ্যাক্রিলিক এবং জেল নখগুলি জন্মগত নখের বৃদ্ধিতে বাধা দেয়। জেল বা অ্যাক্রিলিক দিয়ে নখ একবার করলে ঠিক আছে। কিন্তু নিয়মিত নেইল আর্ট, অ্যাক্রিলিক এবং জেল ব্যবহার করলে নখের গুণমান নষ্ট হয়ে যায়। Photo- Represetative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement