Battle Knee Pain: হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন? এই ৩টে ব্যায়ামে মাত্র ৫ মিনিটে দূর হবে ব্যথা

Last Updated:
হাঁটুর ব্যাথায় ভুগছেন? গাদা গাদা পেনকিলার খাবেন না! এতে ব্যথা থেকে সাময়িক মুক্তি মিললেও, আখেরে ক্ষতিই হবে! তারচেয়ে বাড়িতে বা অফিসেই খুব সাধারণ, সহজ তিনটে ব্যায়াম করলেই ৫ মিনিটের মধ্যে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন--
1/4
হাঁটুর ব্যাথায় ভুগছেন? গাদা গাদা পেনকিলার খাবেন না! এতে ব্যথা থেকে সাময়িক মুক্তি মিললেও, আখেরে ক্ষতিই হবে! তারচেয়ে বাড়িতে বা অফিসেই খুব সাধারণ, সহজ তিনটে ব্যায়াম করলেই ৫ মিনিটের মধ্যে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন--
হাঁটুর ব্যাথায় ভুগছেন? গাদা গাদা পেনকিলার খাবেন না! এতে ব্যথা থেকে সাময়িক মুক্তি মিললেও, আখেরে ক্ষতিই হবে! তারচেয়ে বাড়িতে বা অফিসেই খুব সাধারণ, সহজ তিনটে ব্যায়াম করলেই ৫ মিনিটের মধ্যে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন--
advertisement
2/4
প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা যতটা সম্ভব সামনের দিকে নিন। তারপর ডানদিকে উঁচু করে তুলুন। একইভাবে বাঁ পায়েও একই ব্যায়াম করুন। ১০বার করে করতে হবে। ২ পা মিলিয়ে ২০ বার।
প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা যতটা সম্ভব সামনের দিকে নিন। তারপর ডানদিকে উঁচু করে তুলুন। একইভাবে বাঁ পায়েও একই ব্যায়াম করুন। ১০বার করে করতে হবে। ২ পা মিলিয়ে ২০ বার।
advertisement
3/4
সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা একবার সামনের দিকে নিন, তারপর আবার পিছনের দিকে আনুন। পা যখন সামনে-পিছনে নেবেন, তা যেন আপনার অন্য পায়ের থেকে ১২ ইঞ্চি দূরে থাকে। ডান ও বাঁ পা মিলিয়ে এভাবে ২০ বার করুন।
সোজা হয়ে দাঁড়িয়ে ডান পা একবার সামনের দিকে নিন, তারপর আবার পিছনের দিকে আনুন। পা যখন সামনে-পিছনে নেবেন, তা যেন আপনার অন্য পায়ের থেকে ১২ ইঞ্চি দূরে থাকে। ডান ও বাঁ পা মিলিয়ে এভাবে ২০ বার করুন।
advertisement
4/4
একটা চেয়ারে সোজা হয়ে বসুন। তারপর, বাঁ পা ঠিক রেখে ডান পা-টা ক্রস স্টাইলে সামনে আনুন। তবে, দুই পায়ের হাঁটু যেন একসঙ্গে লেগে থাকে। ১২ ইঞ্চি দূরত্ব রেখে এক পা থেকে অন্য পা সামনে নিন। একইভাবে বাঁ পায়েও এই ব্যায়াম করুন।
একটা চেয়ারে সোজা হয়ে বসুন। তারপর, বাঁ পা ঠিক রেখে ডান পা-টা ক্রস স্টাইলে সামনে আনুন। তবে, দুই পায়ের হাঁটু যেন একসঙ্গে লেগে থাকে। ১২ ইঞ্চি দূরত্ব রেখে এক পা থেকে অন্য পা সামনে নিন। একইভাবে বাঁ পায়েও এই ব্যায়াম করুন।
advertisement
advertisement
advertisement