Battle Diabetes:ডায়াবিটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে ঢেঁড়স ভেজানো জল, জেনে নিন কীভাবে বানাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কোষ্ঠকাঠিন্য দূর করা, দৃষ্টিশক্তি ঠিক রাখা, রক্তে শর্করা পরিমাণ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ডায়াবিটিক রোগীদের মহৌষধ ঢেঁড়স। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঢেঁড়স সেদ্ধ, ভাজা, তরকারির পাশাপাশি ঢেঁড়স ভেজানো জলও খেতে পারেন।
advertisement
কীভাবে বানাবেন ঢেঁড়স ভেজানো জল? প্রথমে ৪-৫টি ঢেঁড়স ভাল করে ধুয়ে মাথা কেটে বাদ দিন। তারপর সবকটি ঢেঁড়স লম্বালম্বিভাবে কেটে ফেলুন। এবার একটি কাঁচের জারে তিন কাপ জল ঢেলে তাতে ঢেঁড়সগুলো সারারাত ভিজিয়ে রাখুন। সকালে ওই জলের মধ্যেই ঢেঁড়সগুলো ভাল করে চিপে অতিরিক্ত জলটা বার করে ফেলে দিন ঢেঁড়সগুলো। এই জলটি পান করলেই ডায়াবিটিস যব্দ হবে।
advertisement
ঢেঁড়স ফাইবার, ভিটামিন বি৬, বিটা-ক্যারোটিন, লুটেইন এবং ফোলেট-সহ বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ সবজি। ভিটামিন বি ডায়াবেটিক নিউরোপ্যাথির আক্রমণ প্রতিহত করতে সাহায্য করে এবং হোমোসিস্টেইনের মাত্রা কমায়। গবেষণায় দেখ গিয়েছে, হোমোসিস্টেইন রক্তে শর্করা বৃদ্ধির অন্যতম কারণ। এই সবজিতে থাকা দ্রবণীয় ফাইবার শর্করার মাত্রাকে স্থিতিশীল করতেও সাহায্য করে। তাছাড়া, ঢেঁড়স-এ রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট
advertisement
advertisement