Basi Roti Facepack: ত্বকের সব সমস্যা দূর করে আপনাকে নিখুঁত সুন্দরী করে তোলে বাসি রুটি! শুধু ব্যবহার করুন এভাবে

Last Updated:
Basi Roti Facepack: সামান্য উপকরণই এনে দিতে পারে সৌন্দর্য৷ রান্নাঘরেই আছে সহজলভ্য অসংখ্য মুশকিল আসান৷ সেরকমই একটি উপকরণ বাসি রুটি৷
1/7
সামান্য উপকরণই এনে দিতে পারে সৌন্দর্য৷ রান্নাঘরেই আছে সহজলভ্য অসংখ্য মুশকিল আসান৷ সেরকমই একটি উপকরণ বাসি রুটি৷
সামান্য উপকরণই এনে দিতে পারে সৌন্দর্য৷ রান্নাঘরেই আছে সহজলভ্য অসংখ্য মুশকিল আসান৷ সেরকমই একটি উপকরণ বাসি রুটি৷
advertisement
2/7
অনেকেই বাসি রুটি খেতে চান না৷ তাই বলে আগের দিন রাতে বেঁচে যাওয়া রুটি ফেলে দেবেন না৷ বরং সেটিকে কাজে লাগান রূপচর্চায়৷
অনেকেই বাসি রুটি খেতে চান না৷ তাই বলে আগের দিন রাতে বেঁচে যাওয়া রুটি ফেলে দেবেন না৷ বরং সেটিকে কাজে লাগান রূপচর্চায়৷
advertisement
3/7
সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে বাসি রুটির ফেসপ্যাক আপনার ত্বককে পেলব করে তোলে৷ উজ্জ্বলতার পাশাপাশি ত্বকে যোগ করে আর্দ্রতা৷ রোদে পোড়া ত্বক-সহ অন্যান্য সমস্যাতেও কার্যকর এই ফেসপ্যাক৷
সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে বাসি রুটির ফেসপ্যাক আপনার ত্বককে পেলব করে তোলে৷ উজ্জ্বলতার পাশাপাশি ত্বকে যোগ করে আর্দ্রতা৷ রোদে পোড়া ত্বক-সহ অন্যান্য সমস্যাতেও কার্যকর এই ফেসপ্যাক৷
advertisement
4/7
রুটিতে থাকা ভিটামিন ও মিনারেলস ত্বকের টোন মসৃণ করে৷ খুব নরম হয় ত্বকের ধরন৷ প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ ঝরিয়ে ত্বককে ঝকঝকে করে তোলে৷
রুটিতে থাকা ভিটামিন ও মিনারেলস ত্বকের টোন মসৃণ করে৷ খুব নরম হয় ত্বকের ধরন৷ প্রাকৃতিক ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ ঝরিয়ে ত্বককে ঝকঝকে করে তোলে৷
advertisement
5/7
বাসি রুটি কয়েক টুকরো করে নিন৷ সেই টুকরো নিন দু’ চামচ৷ তার সঙ্গে মেশান টক দই, ১ চামচ মধু এবং ১ চামচ লেবুর রস৷ ভাল করে সব উপকরণ মিশিয়ে পেস্ট বানান৷
বাসি রুটি কয়েক টুকরো করে নিন৷ সেই টুকরো নিন দু’ চামচ৷ তার সঙ্গে মেশান টক দই, ১ চামচ মধু এবং ১ চামচ লেবুর রস৷ ভাল করে সব উপকরণ মিশিয়ে পেস্ট বানান৷
advertisement
6/7
 মুখে, ঘাড়ে এই মিশ্রণ লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিটের জন্য৷ তার পর ভাল করে ধুয়ে নিন ঈষদুষ্ণ জলে৷ পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন হাল্কা ভাবে৷
মুখে, ঘাড়ে এই মিশ্রণ লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিটের জন্য৷ তার পর ভাল করে ধুয়ে নিন ঈষদুষ্ণ জলে৷ পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন হাল্কা ভাবে৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement