Durga Puja Tourism: পুজো আসছে! বাঁকুড়ায় প্রিয় মানুষকে নিয়ে সময় কাটান এই তিন জায়গায়, পুজোর প্রেম জমে যাবে

Last Updated:
বাঁকুড়ার কোথায় সুন্দর সময় কাটাতে পারবেন প্রকৃতির কোলে জেনে নিন, তাও আবার নাম মাত্র মূল্যে।
1/6
কাছের মানুষ হোক কিংবা পরিবারকে সঙ্গে নিয়ে একটু সময় কাটাতে চান। এক বেলা গিয়ে বসতে চান প্রকৃতির কোলে! রাত্রি যাপন না করেই বাঁকুড়ার কোথায় সুন্দর সময় কাটাতে পারবেন প্রকৃতির কোলে জেনে নিন, তাও আবার নাম মাত্র মূল্যে। প্রথমেই আসুন সামন্তভুম ছাতনার শুশুনিয়া পাহাড়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
কাছের মানুষ হোক কিংবা পরিবার একটু সময় কাটাতে চান। এক বেলা গিয়ে বসতে চান প্রকৃতির কোলে! রাত্রি যাপন না করেই বাঁকুড়ার কোথায় সুন্দর সময় কাটাতে পারবেন প্রকৃতির কোলে জেনে নিন, তাও আবার নাম মাত্র মূল্যে। প্রথমেই আসুন সামন্তভুম ছাতনার শুশুনিয়া পাহাড়।ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
প্রথমেই চলে আসুন পাহাড়ের নিচে সবুজে মোড়া মরুতবাহা ইকো রিশর্টে। একান্তে সময় কাটান। রয়েছে বসার জায়গা, রয়েছে সুন্দর পার্ক। আর চমৎকার শুশুনিয়া পাহাড়ের ভিউ। মনেই হবে না যে রয়েছেন বাংলায়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
প্রথমেই চলে আসুন পাহাড়ের নিচে সবুজে মোড়া মরুতবাহা ইকো রিশর্টে। একান্তে সময় কাটান। রয়েছে বসার জায়গা, রয়েছে সুন্দর পার্ক। আর চমৎকার শুশুনিয়া পাহাড়ের ভিউ। মনেই হবে না যে রয়েছেন বাংলায়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
মুকুটমণিপুর এসেছেন এবং কোথায় একটু একান্তে সময় কাটাবেন বুঝতে পারছেন না। চড়া রোদে খুঁজছেন আশ্রয়? নাকি ড্যামের পুরো ভিউ দেখতে চান? সবকিছু একসঙ্গে পাবেন মাত্র ১০ টাকা খরচা করলে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
মুকুটমণিপুর এসেছেন এবং কোথায় একটু একান্তে সময় কাটাবেন বুঝতে পারছেন না। চড়া রোদে খুঁজছেন আশ্রয়? নাকি ড্যামের পুরো ভিউ দেখতে চান? সবকিছু একসঙ্গে পাবেন মাত্র ১০ টাকা খরচা করলে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
আসুন মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখানে রয়েছে বসার জায়গা, দোলনা, গাছ গাছালিতে ঘেরা এই জায়গা থেকে দেখতে পাবেন পুরো কংসাবতী ড্যাম। টিকিট মাত্র ১০ টাকা। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
আসুন মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখানে রয়েছে বসার জায়গা, দোলনা, গাছ গাছালিতে ঘেরা এই জায়গা থেকে দেখতে পাবেন পুরো কংসাবতী ড্যাম। টিকিট মাত্র ১০ টাকা। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সূর্যাস্ত দেখতে অনেকে আসেন। বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বরদি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা।
কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সূর্যাস্ত দেখতে অনেকে আসেন। বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বরদি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা।
advertisement
6/6
পর্যটক সুলগ্না চট্টোপাধ্যায় জানান,
পর্যটক সুলগ্না চট্টোপাধ্যায় জানান, "ভাবতেই পারিনি যে বাঁকুড়াতে এত সুন্দর একটা জায়গা রয়েছে। পরিষ্কার জল। অপরূপ প্রকৃতি। বোটিং করা যাচ্ছে, থাকার জায়গা ও বসার জায়গা রয়েছে।" ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement