Banarasi Saree: ভাল থাকবে ৫০ বছরের পুরনো বেনারসি শাড়ি, এই ভাবে রাখুন, তাহলেই নতুন ঝাঁ চকচকে হয়ে উঠবে

Last Updated:
কেবল বেনারসি শাড়ি কিনলেই হবে না, জানতে হবে, তার সঠিক যত্ন-আত্তি, শিখে নিন বেনারসি কাপড়ের যত্ন৷
1/5
আমাদের বড় সাধের এই বেনারসি শাড়ি। মা ঠাকুমার দেরাজে অন্তত একটা করে বেনারসি শাড়ি খুঁজে পাবেনই। বড় সাধের এই শাড়ি। এর ঘরবাড়ি উত্তরপ্রদেশের বেনারস হলেও, বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে সে। কিন্তু এই শাড়ি বড় সৌখিন৷ মান- অভিমানের সম্পর্কের মতই যত্নে রাখতে হয় একে। চলুন দেখে নিই এর যত্ন আত্তি
আমাদের বড় সাধের এই বেনারসি শাড়ি। মা ঠাকুমার দেরাজে অন্তত একটা করে বেনারসি শাড়ি খুঁজে পাবেনই। বড় সাধের এই শাড়ি। এর ঘরবাড়ি উত্তরপ্রদেশের বেনারস হলেও, বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে সে। কিন্তু এই শাড়ি বড় সৌখিন৷ মান- অভিমানের সম্পর্কের মতই যত্নে রাখতে হয় একে। চলুন দেখে নিই এর যত্ন আত্তি
advertisement
2/5
অনেকেই আলমারিতে একটার পর একটা রাখেন। এতে শাড়ির ক্ষতি হয়। জরি নষ্ট হয়ে যেতে পারে। এমনটা করবেন না। সুতির কাপড় দিয়ে মুড়ে এই শাড়ি রেখে দিন। তা না করতে পারলে মসলিন কাপড় কেটে বেনারসির উপর রাখুন। তার পর আর একটা বেনারসি রাখুন।
অনেকেই আলমারিতে একটার পর একটা রাখেন। এতে শাড়ির ক্ষতি হয়। জরি নষ্ট হয়ে যেতে পারে। এমনটা করবেন না। সুতির কাপড় দিয়ে মুড়ে এই শাড়ি রেখে দিন। তা না করতে পারলে মসলিন কাপড় কেটে বেনারসির উপর রাখুন। তার পর আর একটা বেনারসি রাখুন।
advertisement
3/5
হাঙ্গারে টাঙিয়ে রাখবেন না। শাড়িতে বেশ ভারী কাজ থাকে। বিশেষত এই শাড়ির পাড়তে কাজ বেশি থাকায় ভারী হয়। দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে শাড়ি ফেঁসে যেতে পারে।
হাঙ্গারে টাঙিয়ে রাখবেন না। শাড়িতে বেশ ভারী কাজ থাকে। বিশেষত এই শাড়ির পাড়তে কাজ বেশি থাকায় ভারী হয়। দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে শাড়ি ফেঁসে যেতে পারে।
advertisement
4/5
এই শাড়ি এমনিতেই রোজের পরার নয়। তাই একবার দুবার পড়লে কাচবেন না। খুব দরকার হলে মাঝে মাঝে ড্রাই ক্লিনিং করাতে পারেন। শাড়িগুলোকে মাঝে মাঝে বের করে রোদে মেলুন । তবে খেয়াল রাখবেন অতিরিক্ত রোদে এই শাড়ির নকশা
এই শাড়ি এমনিতেই রোজের পরার নয়। তাই একবার দুবার পড়লে কাচবেন না। খুব দরকার হলে মাঝে মাঝে ড্রাই ক্লিনিং করাতে পারেন।শাড়িগুলোকে মাঝে মাঝে বের করে রোদে মেলুন । তবে খেয়াল রাখবেন অতিরিক্ত রোদে এই শাড়ির নকশা
advertisement
5/5
শাড়িগুলোকে মাঝে মাঝে বের করে রোদে মেলুন । তবে খেয়াল রাখবেন অতিরিক্ত রোদে এই শাড়ির নকশা নষ্ট হয়ে যেতে পারে তাই সরাসরি রোদে না রেখে বাড়িতে ছায়া আসে এই রকম জায়গাতে মেলুন।
শাড়িগুলোকে মাঝে মাঝে বের করে রোদে মেলুন । তবে খেয়াল রাখবেন অতিরিক্ত রোদে এই শাড়ির নকশা নষ্ট হয়ে যেতে পারে তাই সরাসরি রোদে না রেখে বাড়িতে ছায়া আসে এই রকম জায়গাতে মেলুন।
advertisement
advertisement
advertisement