Banarasi Paan: সর্দি কাশি তো বটেই, বিখ্যাত এই পানের দাপটে দূর হবে মুখের আলসারও! বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Banarasi Paan: ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা ‘বেনারসি পান’ চেখে দেখতে বেনারসে আসেন। পান পাতা মুখ ফ্রেশনার হিসেবে ব্যবহৃত হয়, এর স্বাদ বাড়ানোর জন্য লেবু, গুলকন্দ-এর মতো উপাদানগুলি যোগ করা হয়।
advertisement
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের ফিজিওলজি প্রফেসর ড. সুশীল কুমার বলেন, পরিবর্তিত আবহাওয়ায় সর্দি এবং কাশি সাধারণ সমস্যা। এই সমস্যাগুলোর জন্য বেনারসি পান একটি চমৎকার সমাধান। লবঙ্গ, এলাচের বীজ এবং কাটেচা মেশানো পান খেলে সর্দি, কাশি থেকে কিছুটা আরাম পাওয়া যায়। এই লক্ষণগুলির ক্ষেত্রে, পান পাতা সকালে এবং সন্ধ্যায় দুই-তিন দিন খাওয়া উচিত।
advertisement
advertisement
advertisement
advertisement