Baldness Problem: টাক পড়ে একাকার? চুল দিয়ে টাক ঢাকতে হয়? এই সমস্যার সমাধান হবে নিমেষেই, জানুন চিকিৎসকের জরুরি পরামর্শ
- Published by:Raima Chakraborty
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Baldness Problem: টাক পড়ার সমস্যার কারণ জানতে, লোকাল ১৮ বিখ্যাত হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন ডা. গৌরাঙ্গ কৃষ্ণের সঙ্গে একটি বিশেষ কথোপকথনের আয়োজন করেছিল।
advertisement
advertisement
উল্লেখ্য, হেয়ার ট্রান্সপ্লান্টে ডা. গৌরাঙ্গের বহু বছরের দক্ষতা রয়েছে। ডা. গৌরাঙ্গ বীরেন্দ্র সহবাগ, গুলশন গ্রোভারের মতো সেলিব্রিটিদের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন। ডা. গৌরাঙ্গ জানান, আগে টাক পড়া মধ্যবয়সী মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে গত কয়েক বছরে মানুষের জীবনধারা সম্পূর্ণ বদলে গিয়েছে, যা অল্পবয়স্কদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে।
advertisement
advertisement
টাক পড়ার লক্ষণগুলো কী কী? ডা. গৌরাঙ্গ জানিয়েছেন যে, যাঁদের মাথায় চুল ছোট এবং পাতলা তাঁরা ট্রান্সপ্লান্ট করাতে পারেন। যাঁরা মনে করছেন তাঁদের চুল পড়ার সমস্যা রয়েছে তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভিটামিন ডি, বি- ১২, হিমোগ্লোবিন, আয়রন পরীক্ষা করা উচিত। যদি টাকের সমস্যা জেনেটিক হয়ে থাকে, তাহলে তার চিকিৎসা হল হেয়ার ট্রান্সপ্লান্ট বা হেয়ার প্যাচ লাগানো।
advertisement
মহিলারাও হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারেন? ডা. গৌরাঙ্গ জানান, যাঁদের টাক পড়া শুরু হয়েছে তাঁরা চুল প্রতিস্থাপনের মাধ্যমে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সেই ব্যক্তিদের চুল প্রতিস্থাপন করা উচিত কারণ এটি তাঁদের এককালেই সমস্যার সমাধান করে দেবে। হেয়ার ট্রান্সপ্লান্ট যদি ভাল জায়গা থেকে করা হয় তাহলে তা অনেক দিন স্থায়ী হয়। পুরুষদের পাশাপাশি মহিলারাও হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন। এটি উভয়ের জন্যই নিরাপদ। কিন্তু যাঁদের বড় কোনও রোগ আছে তাঁদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত নয়। চুল প্রতিস্থাপনের জন্য কমপক্ষে ১ থেকে ৪ লক্ষ টাকা খরচ হতে পারে। যেখানে হেয়ার প্যাচ সহজেই ১০ থেকে ৫০ হাজার টাকায় করানো যায়।
advertisement
দাড়ি প্রতিস্থাপন করা সম্ভব কি? ডা. গৌরাঙ্গ জানান, বর্তমানে প্রচুর সংখ্যায় যুবকরা দাড়ি প্রতিস্থাপন করছেন। যে সব তরুণদের দাড়ি সঠিক ভাবে বাড়ে না এবং যাঁদের মুখে প্রচুর দাগ রয়েছে তাঁরা আজকাল দাড়ি প্রতিস্থাপনের কথা ভাবছেন। এর জন্য ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই ট্রান্সপ্লান্টটি তরুণদের মধ্যে বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠছে।