Bakkhali: চেনা ছন্দে ফিরছে বকখালি! মাত্র ৫০০ টাকায় ঘুরে আসতে পারবেন! খুব সস্তায় মিলছে হোটেল!

Last Updated:
Bakkhali: নতুন করে সেজে উঠেছে বকখালি! বাড়ছে পর্যটকদের ভিড়! খুব সস্তায় থাকা খাওয়া হয়ে যাবে! জানুন বিস্তারিত
1/6
চেনা ছন্দে ফিরছে বকখালি। আবারও সেখানে বাড়ছে পর্যটকদের আনাগোনা। এ রাজ্যের সমুদ্র সৈকত বললেই দিঘা, মন্দারমণির পর মাথায় আসে বকখালির নাম। বকখালির দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত কাছে টানে অনেককেই। তবে বেশ‌ কয়েকবছর পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন এই জনপ্রিয় পর্যটনস্থল থেকে।
চেনা ছন্দে ফিরছে বকখালি। আবারও সেখানে বাড়ছে পর্যটকদের আনাগোনা। এ রাজ্যের সমুদ্র সৈকত বললেই দিঘা, মন্দারমণির পর মাথায় আসে বকখালির নাম। বকখালির দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত কাছে টানে অনেককেই। তবে বেশ‌ কয়েকবছর পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন এই জনপ্রিয় পর্যটনস্থল থেকে।
advertisement
2/6
তবে এবছর থেকে বকখালি আবারও চেনা ছন্দে ফিরছে‌। এর মূল কারণ হিসাবে উঠে আসছে হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর সেতুর কথা। এই সেতু দিয়ে কলকাতা থেকে সহজেই গাড়ি নিয়ে আসা যাচ্ছে বকখালিতে। যা পর্যটকদের সময় সাশ্রয় করছে। এছাড়াও হোটেল মালিকদের পর্যটকবান্ধব মনোভাব ও আতিথেয়তা কাছে টানছে সকলকে।
তবে এবছর থেকে বকখালি আবারও চেনা ছন্দে ফিরছে‌। এর মূল কারণ হিসাবে উঠে আসছে হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর সেতুর কথা। এই সেতু দিয়ে কলকাতা থেকে সহজেই গাড়ি নিয়ে আসা যাচ্ছে বকখালিতে। যা পর্যটকদের সময় সাশ্রয় করছে। এছাড়াও হোটেল মালিকদের পর্যটকবান্ধব মনোভাব ও আতিথেয়তা কাছে টানছে সকলকে।
advertisement
3/6
এদিকে পর্যটক বেশি আসার খবরে খুশি সকলেই। দ্রুত এই পর্যটন কেন্দ্রে আরও অনেক কিছুই চালু করা হবে বলে জানিয়েছেন নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বেই রয়েছে এই সমুদ্র সৈকত। থাকা-খাওয়া থেকে আশপাশ ঘুরে দেখার খরচ অনেকটাই কম এখানে।
এদিকে পর্যটক বেশি আসার খবরে খুশি সকলেই। দ্রুত এই পর্যটন কেন্দ্রে আরও অনেক কিছুই চালু করা হবে বলে জানিয়েছেন নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বেই রয়েছে এই সমুদ্র সৈকত। থাকা-খাওয়া থেকে আশপাশ ঘুরে দেখার খরচ অনেকটাই কম এখানে।
advertisement
4/6
ট্রেনে এখানে পৌঁছলে শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত খরচ পড়বে ২৫ টাকা। এরপর বকখালি পর্যন্ত বাসে পৌঁছালে ৪০ থেকে ৪৫ টাকা খরচ পড়বে। অর্থাৎ ১০০ টাকার মধ্যেই সমুদ্রে পৌঁছাতে পারবেন। এই পকেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন কাছে টানছে সকলকে।
ট্রেনে এখানে পৌঁছলে শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত খরচ পড়বে ২৫ টাকা।এরপর বকখালি পর্যন্ত বাসে পৌঁছালে ৪০ থেকে ৪৫ টাকা খরচ পড়বে। অর্থাৎ ১০০ টাকার মধ্যেই সমুদ্রে পৌঁছাতে পারবেন। এই পকেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন কাছে টানছে সকলকে।
advertisement
5/6
চারচাকা গাড়িতে যেতে হলে ডায়মন্ড হারবার রোড ধরে যেতে হবে। কুলপি, কাকদ্বীপ হয়ে সোজা বকখালি। কলকাতা থেকে কমবেশি ১২০ থেকে ১৪০ কিমি পথ।
চারচাকা গাড়িতে যেতে হলে ডায়মন্ড হারবার রোড ধরে যেতে হবে। কুলপি, কাকদ্বীপ হয়ে সোজা বকখালি। কলকাতা থেকে কমবেশি ১২০ থেকে ১৪০ কিমি পথ।
advertisement
6/6
এখানে কম খরচেই হোটেল পেয়ে যাবেন আপনি। নন-এসি হোটেলের খরচ পড়বে ৫০০- ৯০০ টাকার মধ্যে। এসি হোটেলের খরচ ১০০০- ১৫০০ টাকার মধ্যে। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন বকখালি। (তথ্য: নবাব মল্লিক)
এখানে কম খরচেই হোটেল পেয়ে যাবেন আপনি। নন-এসি হোটেলের খরচ পড়বে ৫০০- ৯০০ টাকার মধ্যে। এসি হোটেলের খরচ ১০০০- ১৫০০ টাকার মধ্যে। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন বকখালি। (তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement