Ayurvedic Uses Of Akanda: ডায়াবেটিস থেকে অর্শ, ঝোপেঝাড়ে গজিয়ে ওঠা এই ফুলগাছই 'মোক্ষম' ওষুধ, বিষাক্ত হলেও এটিই 'মহৌষধি'!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Ayurvedic Uses Of Akanda: রাস্তার ধারে জন্মানো আকন্দ গাছ আসলে একটি শক্তিশালী ঔষধি উদ্ভিদ। এর পাতা ও ফুল শ্বাসকষ্ট, জয়েন্টের ব্যথা এবং চর্মরোগের মতো একাধিক সমস্যার প্রাকৃতিক সমাধান।
advertisement
advertisement
advertisement
advertisement
বাত ও জয়েন্টের ব্যথা, কৃমিনাশক, ফোলা বা শোথ নিরাময়, শ্বাসকষ্ট, দাঁতের ব্যথা, বহুমূত্র রোগ ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়ক হয়। তবে এই উদ্ভিদের ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ এটির পাতা ও কষ বিষাক্ত থাকায় ক্ষতিকারক দিকও রয়েছে। তাই এর ব্যবহারের পূর্বে চিকিৎসকদের পরামর্শ প্রয়োজন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)