Ayurvedic Treatment Of Epilepsy: মৃগীরোগ-কে ভয় পাবেন না, মেনে চলুন এই কয়েকটা নিয়ম, থাকবেন একেবারে সুস্থ
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মৃগী একটি দীর্ঘস্থায়ী মস্তিষ্কের রোগ। আক্রান্তের মধ্যে নানা ধরনের উপসর্গ দেখা যায়। তার মধ্যে ঘন ঘন খিঁচুনি অন্যতম।
advertisement
মৃগী একটি দীর্ঘস্থায়ী মস্তিষ্কের রোগ। আক্রান্তের মধ্যে নানা ধরনের উপসর্গ দেখা যায়। তার মধ্যে ঘন ঘন খিঁচুনি অন্যতম। এর ফলেই রোগীর জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। তাই মৃগী রোগ থাকলে জলে নামা, গাড়ি চালানো ইত্যাদি কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যখন তখন মৃগীতে আক্রান্ত হওয়ার সমস্যা থাকলে যেকোনও মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হবে।
advertisement
advertisement
advertisement
ডা. নগেন্দ্রনারায়ণ শর্মা বলেন, মৃগী স্নায়ুতন্ত্র সম্পর্কিত একটি ব্যাধি। এটি রোগীর মস্তিষ্কের কাজ এবং মনকে প্রভাবিত করতে পারে। আয়ুর্বেদে মৃগী রোগকে অপস্মার হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেখানে অপ একটি নেতিবাচক উপসর্গ স্মার অর্থাৎ চেতনা। আয়ুর্বেদে উল্লেখিত ঐতিহ্যবাহী ঔষধি ব্যবহার করে রোগী এই রোগ থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
ডা. শর্মা জানান, শুধু ওষুধ নয়। কিছু যোগাসন নিয়মিত অভ্যাস করলে মৃগীরোগী নিজেই নিজের খিঁচুনি বন্ধ করতে পারেন। সেক্ষেত্রে কোনও রোগী নিয়মিত বজ্রাসন, পশ্চিমোত্থনাসন, শীর্ষাসন, সূর্য নমস্কার করতে পারেন। এর পাশাপাশি অভ্যাস করতে হবে অনুলোম বিলোম। অনুলোম বিলোমকে মৃগীরোগের চিকিৎসার ক্ষেত্রে জীবনদায়ী হিসেবে প্রমাণিত।
advertisement
advertisement









