Tips to fight anti ageing: সামান্য কিছু উপকরণেই ত্বকে বয়সের ছাপ লুকিয়ে রাখুন

Last Updated:
আয়ুর্বেদেই একাধিক উপায় আছে যার প্রভাবে বয়সের ছাপ বা নির্ধারিত সময়ের আগে ত্বকে বয়সের ছাপ পড়াকে আটকে রাখা যায়। (Tips to fight anti ageing
1/6
ত্বকে বয়সের ছাপ রোধ করতে মহিলাদের চেষ্টার অন্ত থাকে না। পার্লারে গিয়ে জলের মতো টাকা খরচ করতেও পিছপা হন না। অথচ আয়ুর্বেদেই একাধিক উপায় আছে যার প্রভাবে বয়সের ছাপ বা নির্ধারিত সময়ের আগে ত্বকে বয়সের ছাপ পড়াকে আটকে রাখা যায়। (Tips to fight anti ageing)
ত্বকে বয়সের ছাপ রোধ করতে মহিলাদের চেষ্টার অন্ত থাকে না। পার্লারে গিয়ে জলের মতো টাকা খরচ করতেও পিছপা হন না। অথচ আয়ুর্বেদেই একাধিক উপায় আছে যার প্রভাবে বয়সের ছাপ বা নির্ধারিত সময়ের আগে ত্বকে বয়সের ছাপ পড়াকে আটকে রাখা যায়। (Tips to fight anti ageing)
advertisement
2/6
চন্দনগুঁড়োতে আছে বয়সকে ধরে রাখার ফর্মুলা। তাছাড়া চন্দনের প্রভাবে ব্রণর সমস্যাও নিয়ন্ত্রিত থাকে। অর্ধেক চামচ চন্দনগুঁড়ো নিয়ে কযেক ফোঁটা জল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন িমনিট দশেক। তার পর জলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ বলিরেখা ও সূক্ষ্ম দাগ দূর করে। তৈলাক্ত ত্বকের জন্য এই মিশ্রণ খুবই উপকারী।
চন্দনগুঁড়োতে আছে বয়সকে ধরে রাখার ফর্মুলা। তাছাড়া চন্দনের প্রভাবে ব্রণর সমস্যাও নিয়ন্ত্রিত থাকে। অর্ধেক চামচ চন্দনগুঁড়ো নিয়ে কযেক ফোঁটা জল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন িমনিট দশেক। তার পর জলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ বলিরেখা ও সূক্ষ্ম দাগ দূর করে। তৈলাক্ত ত্বকের জন্য এই মিশ্রণ খুবই উপকারী।
advertisement
3/6
স্কিনপোরস পরিষ্কার করার জন্য কাঁচা দুধ খুবই ভাল উপকরণ। কাঁচা দুধে মুখ পরিষ্কার করলে স্কিনপোরস উন্মুক্ত হয়। ব্রণর কারণ যে জীবাণু, তাদেরও দূরে রাখে কাঁচা দুধ।
স্কিনপোরস পরিষ্কার করার জন্য কাঁচা দুধ খুবই ভাল উপকরণ। কাঁচা দুধে মুখ পরিষ্কার করলে স্কিনপোরস উন্মুক্ত হয়। ব্রণর কারণ যে জীবাণু, তাদেরও দূরে রাখে কাঁচা দুধ।
advertisement
4/6
প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে মধু অতুলনীয়। শুকনো ও তৈলাক্ত ত্বকের জন্য মধু অদ্বিতীয়। মুখে ও গলায় মধুর হাল্কা প্রলেপ লাগিয়ে মুছে ফেলুন ১৫ মিনিট পরে।
প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে মধু অতুলনীয়। শুকনো ও তৈলাক্ত ত্বকের জন্য মধু অদ্বিতীয়। মুখে ও গলায় মধুর হাল্কা প্রলেপ লাগিয়ে মুছে ফেলুন ১৫ মিনিট পরে।
advertisement
5/6
বলিরেখা দূর করে ত্বকের বাঁধুনি শক্ত করে মুলতানি মাটি। ১ চামচ মুলতানি মাটি নিয়ে তার সঙ্গে তিন চামচ গোলাপজল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে কিছু ক্ষণ মুখে রেখে জলে ধুয়ে ফেলুন।
বলিরেখা দূর করে ত্বকের বাঁধুনি শক্ত করে মুলতানি মাটি। ১ চামচ মুলতানি মাটি নিয়ে তার সঙ্গে তিন চামচ গোলাপজল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে কিছু ক্ষণ মুখে রেখে জলে ধুয়ে ফেলুন।
advertisement
6/6
টকদই, ময়দা ও কাঁচা হলুদ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। টকদইযের বদলে নিতে পারেন লেবুও। লেবুর রসে থাকা অ্যাসিড ডার্ক স্পট সরিয়ে উজ্জ্বল বর্ণ পেতে সাহায্য করে। হলুদ গুঁড়ো মুখের ত্বক উজ্জ্বল করে তোলে। এই মিশ্রণ মুখে ও ঘাড়ে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন। তার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
টকদই, ময়দা ও কাঁচা হলুদ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। টকদইযের বদলে নিতে পারেন লেবুও। লেবুর রসে থাকা অ্যাসিড ডার্ক স্পট সরিয়ে উজ্জ্বল বর্ণ পেতে সাহায্য করে। হলুদ গুঁড়ো মুখের ত্বক উজ্জ্বল করে তোলে। এই মিশ্রণ মুখে ও ঘাড়ে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন। তার পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
advertisement
advertisement
advertisement