চন্দনগুঁড়োতে আছে বয়সকে ধরে রাখার ফর্মুলা। তাছাড়া চন্দনের প্রভাবে ব্রণর সমস্যাও নিয়ন্ত্রিত থাকে। অর্ধেক চামচ চন্দনগুঁড়ো নিয়ে কযেক ফোঁটা জল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ মুখে লাগিয়ে অপেক্ষা করুন িমনিট দশেক। তার পর জলে ধুয়ে ফেলুন। এই মিশ্রণ বলিরেখা ও সূক্ষ্ম দাগ দূর করে। তৈলাক্ত ত্বকের জন্য এই মিশ্রণ খুবই উপকারী।