আয়রন করেও জামাতে ভাঁজ থেকে যাচ্ছে? মসৃণ ও টানটান কাপড় পেতে মানুন এই সহজ টিপস

Last Updated:
আয়রন করেও জামাতে ভাঁজ থেকে যাচ্ছে? মসৃণ ও টানটান কাপড় পেতে মানুন এই সহজ টিপস
1/5
জামা,কাপড় ধোয়ার পরে কাপড়ে ভাঁজ থেকে যায়। জামা কাপড়ের সৌন্দর্ষ বৃদ্ধি করতে ইস্ত্রির ব্যবহার করতেই হয়। তবে মানুষ আয়রন করার সময় কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে। অনেক সময় আয়রন করতে গিয়ে কাপড়ে লোহার দাগ লেগে যায়।  এক্ষেত্রে আয়রন পরিষ্কার করতে হবে।  বেকিং সোডার পেস্ট তৈরি করে আয়রনে টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে । এতে আয়রন সহজে পরিষ্কার হবে।
জামা,কাপড় ধোয়ার পরে কাপড়ে ভাঁজ থেকে যায়। জামা কাপড়ের সৌন্দর্ষ বৃদ্ধি করতে ইস্ত্রির ব্যবহার করতেই হয়। তবে মানুষ আয়রন করার সময় কিছু বিষয় সবসময় মাথায় রাখতে হবে। অনেক সময় আয়রন করতে গিয়ে কাপড়ে লোহার দাগ লেগে যায়।  এক্ষেত্রে আয়রন পরিষ্কার করতে হবে।  বেকিং সোডার পেস্ট তৈরি করে আয়রনে টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে । এতে আয়রন সহজে পরিষ্কার হবে।
advertisement
2/5
শুকনো কাপড়ে ইস্ত্রি করা এড়িয়ে চলতে হবে।  বেশিরভাগ মানুষই শুকনো জামা- কাপড়  ইস্ত্রি করে। কিন্তু শুকনো কাপড়ে আয়রন করলে জামার ভাঁজ দূর হয় না এবং কাপড় পুড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে আয়রন করার সময় কাছাকাছি একটি স্প্রে বোতল রাখতে হবে এবং মাঝে মাঝে জল ছিটিয়ে কাপড় ভিজিয়ে নিতে হবে। এতে নিমিষেই কাপড়ের ভাঁজ দূর হবে। 
শুকনো কাপড়ে ইস্ত্রি করা এড়িয়ে চলতে হবে।  বেশিরভাগ মানুষই শুকনো জামা- কাপড়  ইস্ত্রি করে। কিন্তু শুকনো কাপড়ে আয়রন করলে জামার ভাঁজ দূর হয় না এবং কাপড় পুড়ে যাওয়ারও আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে আয়রন করার সময় কাছাকাছি একটি স্প্রে বোতল রাখতে হবে এবং মাঝে মাঝে জল ছিটিয়ে কাপড় ভিজিয়ে নিতে হবে। এতে নিমিষেই কাপড়ের ভাঁজ দূর হবে। 
advertisement
3/5
আয়রন করার সময় আয়রনের তাপমাত্রা সেট করতে হবে। সঠিক তাপমাত্রা নির্বাচন না করলে লোহা অতিরিক্ত গরম হতে পারে এবং কাপড় পুড়ে যাওয়ারও আশঙ্কা থেকে যায়।
আয়রন করার সময় আয়রনের তাপমাত্রা সেট করতে হবে। সঠিক তাপমাত্রা নির্বাচন না করলে লোহা অতিরিক্ত গরম হতে পারে এবং কাপড় পুড়ে যাওয়ারও আশঙ্কা থেকে যায়।
advertisement
4/5
জামাকাপড় ইস্ত্রি করার আগে হালকা ও ভারী কাপড় আলাদা করে নিতে হবে। শুরুতে লোহা পুরোপুরি গরম হয় না তাই  এই অবস্থায় হালকা কাপড় আগে আয়রন করতে হবে।
জামাকাপড় ইস্ত্রি করার আগে হালকা ও ভারী কাপড় আলাদা করে নিতে হবে। শুরুতে লোহা পুরোপুরি গরম হয় না তাই  এই অবস্থায় হালকা কাপড় আগে আয়রন করতে হবে।
advertisement
5/5
 কেউ কেউ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর ড্রায়ারে শুকিয়ে ফেলেন। অন্যদিকে, ড্রায়ারে শুকানোর ফলে কাপড় খুব শক্ত হয়ে যায় এবং সহজে কাপড়ের ভাঁজ দূর হয় না।  এক্ষেত্রে ড্রায়ার থেকে কাপড় বের করার পর ভাঁজ করে রাখতে হবে এবং কিছুক্ষণ পর কাপড় আয়রন করতে হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
 কেউ কেউ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর ড্রায়ারে শুকিয়ে ফেলেন। অন্যদিকে, ড্রায়ারে শুকানোর ফলে কাপড় খুব শক্ত হয়ে যায় এবং সহজে কাপড়ের ভাঁজ দূর হয় না।  এক্ষেত্রে ড্রায়ার থেকে কাপড় বের করার পর ভাঁজ করে রাখতে হবে এবং কিছুক্ষণ পর কাপড় আয়রন করতে হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement