Herb to Cure Arthritis and IBS: ঝোপঝাড়ে বেড়ে ওঠে অবহেলায়! উপকারিতায় ভরা এই ভেষজ গাছেই সস্তায় নির্মূল পেটের সব রোগ ও গাঁটের বাত

Last Updated:
Herb to Cure Arthritis and IBS: বাংলায় একে বলা হয় হুরহুরে ফুল। পুষ্টিবিদ পূর্বী ভাট এই ওষধির গুণাগুণের কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন কেন খেতেই হবে এটা।
1/8
ছাই উড়িয়ে যেমন অমূল্য রতন পাওয়া যায়, ঠিক তেমনই আশেপাশে ঝোপঝাড়েই থাকে অত্যন্ত প্রয়োজনীয় ভেষজ।
ছাই উড়িয়ে যেমন অমূল্য রতন পাওয়া যায়, ঠিক তেমনই আশেপাশে ঝোপঝাড়েই থাকে অত্যন্ত প্রয়োজনীয় ভেষজ।
advertisement
2/8
সেরকমই একটি ফুল হল অজগন্ধা। এই ওষধির ইংরেজি নাম স্পাইডার ফ্লাওয়ার। বিজ্ঞানসম্মত নাম ক্লেওম গাইন্যান্ড্রা।
সেরকমই একটি ফুল হল অজগন্ধা। এই ওষধির ইংরেজি নাম স্পাইডার ফ্লাওয়ার। বিজ্ঞানসম্মত নাম ক্লেওম গাইন্যান্ড্রা।
advertisement
3/8
এছাড়াও হুলহুল, ভেলাকুরা, নাল্লাভেল্লাই-সহ একাধিক নামে পরিচিত। বাংলায় একে বলা হয় হুরহুরে ফুল। পুষ্টিবিদ পূর্বী ভাট এই ওষধির গুণাগুণের কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন কেন খেতেই হবে এটা।
এছাড়াও হুলহুল, ভেলাকুরা, নাল্লাভেল্লাই-সহ একাধিক নামে পরিচিত। বাংলায় একে বলা হয় হুরহুরে ফুল। পুষ্টিবিদ পূর্বী ভাট এই ওষধির গুণাগুণের কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন কেন খেতেই হবে এটা।
advertisement
4/8
অজগন্ধা অন্যতম শক্তিশালী অ্যান্টিইনফ্লেম্যাটরি। আয়ুর্বেদশাস্ত্রে আইবিএস ও আর্থ্রাইটিস সমস্যায় কার্যকর এই ভেষজ।
অজগন্ধা অন্যতম শক্তিশালী অ্যান্টিইনফ্লেম্যাটরি। আয়ুর্বেদশাস্ত্রে আইবিএস ও আর্থ্রাইটিস সমস্যায় কার্যকর এই ভেষজ।
advertisement
5/8
ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রনে ভরা এই ওষধি গাছ সদ্য মা হয়েছেন এমন মহিলাদের ব্রেস্টমিল্কের পরিমাণ বৃদ্ধি করে।
ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রনে ভরা এই ওষধি গাছ সদ্য মা হয়েছেন এমন মহিলাদের ব্রেস্টমিল্কের পরিমাণ বৃদ্ধি করে।
advertisement
6/8
অজগন্ধার পাতার রস পান করুন। তাহলে নানা শারীরিক সমস্যা দূর হয়।
অজগন্ধার পাতার রস পান করুন। তাহলে নানা শারীরিক সমস্যা দূর হয়।
advertisement
7/8
অজগন্ধা গাছে উজ্জ্বল একাধিক রঙের ফুল হয়। বরবটির মতো লম্বা ফলের মধ্যে থাকে বীজ।
অজগন্ধা গাছে উজ্জ্বল একাধিক রঙের ফুল হয়। বরবটির মতো লম্বা ফলের মধ্যে থাকে বীজ।
advertisement
8/8
এই গাছের বীজের চূর্ণ বা বীজ থেকে নিষ্কাশিত তেল ব্যবহৃত হয় ব্যথানাশক ও কৃমিরোধী হিসেবে।
এই গাছের বীজের চূর্ণ বা বীজ থেকে নিষ্কাশিত তেল ব্যবহৃত হয় ব্যথানাশক ও কৃমিরোধী হিসেবে।
advertisement
advertisement
advertisement