Art Exhibition: তেরোর সৃষ্টি: ক্যানভাস থেকে ভাস্কর্য, রং তুলির ছোঁয়ায় ১৩ জন মহিলার সৃজনশীল ভাবনার প্রদর্শনী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
থ্রু দ্য পার্পেল লেন্সের উদ্বোধন করতে এসে চিত্রশিল্পী যোগেন চৌধুরী বলছিলেন, মন কেড়ে নেওয়া প্রদর্শনী। মহিলারা যে ভাবে তাদের শৈল্পিক সত্তা ফুটিয়ে তুলেছেন ক্যানভাস ও ভাস্কর্যে, সেটা সত্যিই প্রশংসনীয়।
Paradip Ghosh: রং তুলির ক্যানভাসে মিলে গেছে দিল্লি, হায়দরাবাদ থেকে কলকাতা কিংবা ভুবনেশ্বর। দেশের বিভিন্ন প্রান্তের তেরো জন সৃজনশীল মহিলার শৈল্পিক ভাবনা ফুটে উঠেছে ক্যানভাস থেকে ভাস্কর্যে। রাখি রায়, সীমা বড়ুয়াদের মন ছুঁয়ে যাওয়া কাজের প্রদর্শনী ‘থ্রু দ্য পার্পেল লেন্স’ চলবে দক্ষিণের যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে ২০ মার্চ পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
প্রদর্শনীতে বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে শিল্পী রাখি রায়ের ভারতমাতা ছবিটি। দু-দশকেরও বেশি সময় ধরে কলকাতা, দিল্লি মুম্বইয়ের পাশাপাশি প্যারিস, লন্ডন দুবাইতে একক ছবির প্রদর্শনী করে এসেছেন কলকাতার মেয়ে রাখি। শিল্পী রাখি রায় বলছিলেন, ‘‘আমাদের দেশের সমাজে মেয়েরা দেবী হিসেবে আখ্যা পায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেটা হয় মহিলাদের চলে যাওয়ার পর, মৃত্যুর পর। বাস্তবে এই ভাবনা কতটা যথাযথ! সেটাই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ৷’’
advertisement
advertisement