Coffee: কফি অর্ডার দেওয়ার সময় কনফিউশন? কোন কফি কীভাবে বানায়? জানুন নাম, বানানোর প্রকারভেদ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Coffee: Espresso, Latte, Machiato, Mocha কফিতে আইস এবং ঠাণ্ডা দুধ মিক্স করলেই Iced Cappuccino, Iced Latte, Iced Mocha হয়ে যায়। এছাড়াও হাজার রকমের কফি আছে। যারা কফি তৈরির উপরে পড়াশুনা করে দক্ষ কফি মেকার হয় তাদের বলে বারিস্তা। কফি বানানো একটি শিল্প।
advertisement
*এসপ্রেসো কফি: এটাই প্রায় সব ধরনের কফির বেসিক লিকার তাই এটা বুঝলেই কফির ৫০% জানা হয়ে যায়। ট্রেডিশনাল কফিশপগুলোতে এসপ্রেসো মেশিন দিয়েই এসপ্রেসো তৈরি হয়। রোস্টেড কফিবীন গ্রাইন্ড করে, কফি মেশিনের পোর্টাফিল্টারে দেওয়া হয়। জলের বাষ্প কফি গুঁড়োর মধ্যে দিয়ে পাস করলেই যে কফি তৈরি হয়, তা হচ্ছে এসপ্রেসো (Espresso)। এসপ্রেসো কফি হার্ডকোর কফি লাভারদের জন্য। এটা খুবই ছোট চুমুকে খেতে হবে। যত ছোট চুমুকে খাবেন, ততই টেস্ট ভাল লাগে।
advertisement
advertisement
advertisement
advertisement
*Mocha: মোকার বৈশিষ্ট্য হল এতে 1:1:1 রেশিওতে কফি, চকলেট এবং দুধ ধাকে। যারা অ্যারোমেটিক হার্ড কফি পছন্দ করে কিন্তু ডাবল শর্টের ক্যাফেইন এড়াতে চান, তারা এটা পছন্দ করে। এর স্বাদ অনেক স্মুদ। যারা দিনের পর দিন ক্যাপাচিনো খাচ্ছেন, তাদের এটা ট্রাই করতে বলব। এই কফিতে চিনি নিলেই স্বাদ একদম ফল করে। ডার্ক চকলেটের স্বাদ যাদের ভাল লাগে এটা তাদের পছন্দ হবেই।
advertisement









