Termites: উপর থেকে সহজে কিছু বোঝা যায় না, আসবাবে উই ধরেছে কি না কীভাবে বুঝবেন? জেনে নিন উই তাড়ানোর ঘরোয়া উপায়ও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Are Termites Eating Your Home: কিছু কিছু প্রাণী আছে, যাদের উপস্থিতি প্রায় সব বাড়িতেই চোখে পড়ে। ইঁদুর, আরশোলা, টিকটিকি, পিঁপড়ে, মশা, মাছি- এরা বাস্তুতন্ত্রেরই অংশ, বাড়িতে থাকবেই। মানুষকে এদের উপস্থিতি বাঁচিয়ে সাবধানে চলতে হয়। গৃহস্থের বসতবড়িতে তেমনই এক উপদ্রবের নাম হল উইপোকা।
advertisement
উইপোকা উপরে লেখা সবকটা প্রাণীর মধ্যে সবচেয়ে বিধ্বংসী বলাই যায়! কেন না, সহজে এদের চোখে পড়ে না। কাঠের উপরের অংশ অবিকল এক থাকে, কিন্তু তা ভিতর থেকে ফাঁপরা করে দিতে শুরু করে এরা। ফলে, যখন এদের উপস্থিতি টের পাওয়া যায়, অনেকটাই ক্ষতি হয়ে যায়। তাহলে আসবাবে উই ধরেছে কি না তা কীভাবে বোঝা যাবে? (Representative AI Image)
advertisement
advertisement
তবে, এটাই যথেষ্ট নয়! উই ধরার আগেই সতর্ক থাকা দরকার। তাই বাড়ির আসবাবের কোণ, দরজা আর জানলার কোণ ভাল ভাবে মাঝে মাঝেই পরীক্ষা করা দরকার। উইপোকা সাধারণত স্যাঁতসেঁতে, ঠান্ডা জায়গা পছন্দ করে। তাই গরমেও ঘরের এই সব কোণে এদের উপদ্রব বাড়ে। এরা সাধারণত একটা মাটির সুড়ঙ্গপথ বানিয়ে কাঠের ভিতরে ঢোকে। তাই, কাঠের আসবাব, দরজা, জানলার কাছে মাটি জমছে দেখলেই তা ভেঙে জায়গাটা পরিষ্কার রাখতে হবে। (Representative AI Image)
advertisement
পরের ধাপে অনেকেই বলবেন পেস্ট কন্ট্রোলের কথা। তবে, রাসায়নিক স্প্রে করা ছাড়াও উই তাড়ানোর কিছু ঘরোয়া উপায় রয়েছে। এদের মধ্যে সবার আগে ভিনিগারের কথা বলা যায়। ভিনিগার প্রাকৃতিক ভাবে জীবাণু ধ্বংস করে। জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে কাঠের আসবাবে, দরজা, জানলায় স্প্রে করা যায়। শুকিয়ে গেলে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়া দরকার। (Representative AI Image)
advertisement
advertisement
যদি উইপোকা ধরা আসবাবপত্র ৩ দিন সূর্যের আলোতে রাখা হয়, তাহলে তীব্র সূর্যের আলোতে উইপোকা মারা যাবে। এও এক সহজ উপায়! তবে, ক্ষতি হওয়ার আগেই সতর্ক থাকতে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করতে হবে। ঘর যতটা সম্ভব শুকনো রাখতে হবে। আসবাব, দরজা, জানলা নিয়মিত পরিষ্কার রাখতে হবে শুকনো কাপড় দিয়ে মুছে। এছাড়া, উইপোকারোধী কাঠের পালিশও ব্যবহার করা যায়, যাতে তারা ভিতরে ঢুকতে না পারে! (Representative AI Image)
advertisement