আজ পয়লা এপ্রিল। প্রতিবছর এই দিনটার জন্য ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করে থাকেন। কয়েকদিন আগে থেকেই মাথার মধ্যে নানা রকমের ফন্দি ঘুরতে থাকে। কীভাবে নিজের প্রিয়জনকে আজকের দিনে বোকা বানানো যায়। কীভাবে বোকা বানাবেন, রইল মজার ১০ সেরা টিপস।
2/ 11
ওরিও বিস্কুটের মধ্যে থেকে ক্রিম সরিয়ে দিন বা খেয়ে ফেলুন। আর ক্রিমের জায়গায় সাদা পেস্ট দিয়ে আগের মতো করে রাখুন।
3/ 11
চিনি আর নুনের কৌটোর নাম বদলে দিন।
4/ 11
কম্পিউটার মাউসের তলায় সেলোটেপ লাগিয়ে দিন, মাউস আর কাজ করবে না
5/ 11
ফোনের উপরে একটি ভাঙ্গা স্ক্রিন গার্ড লাগিয়ে দিন, যাতে দেখে মনে হয় স্ক্রিন ভেঙ্গে গিয়েছে
6/ 11
বন্ধুর বা সহকর্মীর চেয়ারের তলায় সেলোটেপ দিয়ে এয়ারহর্ন লাগিয়ে দিন।
7/ 11
সাবানে নেলপালিশ বা রঙ লাগিয়ে দিন, সাবান ঘষলে ফেনা হবে না
8/ 11
টুথপেষ্টে ফুড কালারের কিছু ড্রপ যোগ করে দিন ৷ দাঁত ব্রাশ করার পরে টের পাবে
9/ 11
বাজারে নানা ঘরনের পোকামাকড় কিনতে পাওয়া যায়। যা একদম আসলের মতো দেখতে। ওটা নজর কাড়বে এমন জায়গায় বসিয়ে রাখুন।
10/ 11
আপেলের বদলে পেঁয়াজকে ক্যারামেলে চুবিয়ে ঠান্ডা করে দিন
11/ 11
আপনার বন্ধুর সোডা জন্য মেনটস আইস বোমা তৈরি করে রাখুন
April Fool’s Day 2023: প্রিয়জনদের 'এপ্রিল ফুল' বানাতে চান ? রইল মজার ১০ টিপস
আজ পয়লা এপ্রিল। প্রতিবছর এই দিনটার জন্য ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করে থাকেন। কয়েকদিন আগে থেকেই মাথার মধ্যে নানা রকমের ফন্দি ঘুরতে থাকে। কীভাবে নিজের প্রিয়জনকে আজকের দিনে বোকা বানানো যায়। কীভাবে বোকা বানাবেন, রইল মজার ১০ সেরা টিপস।