Apple cider vinegar Health Tips: ওজন কমাতে অ্যাপেল সিডার ভিনিগার খাচ্ছেন? জেনে নিন, কোন নিয়মে খেলে ফল পাবেন? কতটা খাবেন? কারা ভুলেও খাবেন না?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুধু ওজন কমানো নয়। অ্যাপেল সিডার ভিনিগার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। হৃদযন্ত্র ভাল রাখে। হজমে সাহায্য করে। সংক্রমণ কমাতে সাহায্য করে। তবে, খেলেই হল না। খেতে হবে নিয়ম মেনে। নচেৎ হীতে বিপরীত ঘটবে। জেনে নিন, কতটুকু ও কীভাবে খাওয়া উচিত--
অনেকেই ওজন কমানোর জন্য সকালে অ্যাপেল সিডার ভিনিগার খান। গবেষণায় দেখা গিয়েছে, নিয়ম মেনে অ্যাপল সিডার ভিনিগার খেলে শরীরের বেসাল মেটাবলিক রেট বাড়ে, যার ফলে ওজন কমে ঝটপট। শুধু ওজন কমানো নয়। এর পাশাপাশি, অ্যাপেল সিডার ভিনিগার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। হৃদযন্ত্র ভাল রাখে। হজমে সাহায্য করে। সংক্রমণ কমাতে সাহায্য করে। তবে, খেলেই হল না। খেতে হবে নিয়ম মেনে। নচেৎ হীতে বিপরীত ঘটবে। জেনে নিন, কতটুকু ও কীভাবে খাওয়া উচিত--
advertisement
অ্যাপল সিডার ভিনিগার ফার্মেন্টেড আপেলের জুস থেকে তৈরি হয়। আপেলে থাকা প্রাকৃতিক সুগার ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হয় এবং এই অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। অ্যাসিটিক অ্যাসিডের কারণে অ্যাপেল সিডার ভিনিগার গন্ধযুক্ত ও ঝাঁঝালো স্বাদযুক্ত হয়।এটির মধ্যে প্রোটিন, এনজাইম ও কিছু উপকারী ব্যাকটেরিয়া বেশি পরিমাণে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
কারা অ্যাপেল সিডার ভিনিগার খাবেন না? অ্যাসিডিটি, গলা জ্বালা করার মত সমস্যা থাকলে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া উচিত না। যাঁদের শরীরে পটাশিয়ামের মাত্রা কম থাকে বা মাঝে মাঝে কমে যায় অর্থাৎ হাইপোক্যালেমিয়া আছে, তাঁরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। কারণ অ্যাপেল সিডার ভিনিগার পটাশিয়ামের মাত্রা কমিয়ে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement