নীল ফুল বিরল৷ তবে যে গুটিকয়েক ফুলে নীলরং দেখতে পাওয়া যায় তার মধ্যে অপরাজিতা বা নীলকণ্ঠ অন্যতম৷ সাদার পাশাপাশি নীল অপরাজিতাও আয়ুর্বেদে ব্যবহৃত হয়৷ কারণ বহু অসুখ নিরাময়ে সাহায্য করে এই ফুল৷ নীল অপরাজিতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্টে দূর হয় অ্যাংজাইটি ও স্ট্রেস৷