বাস্তু শাস্ত্র ও জ্যোতিষ মতে, বাড়িতে জীব-জন্তু পুষলে মানসিক শান্তি আসে। অনেক সময় বড় বিপদেও কেটে যায়। কিছু ক্ষেত্রে বাড়ির কর্তার ভাগ্য বদলে যায়। এই যেমন ফেংশুই মতে, বাড়িতে মাছ রাখা শুভ। এতে বাড়িতে অর্থের অভাব দূর হয়। বাড়িতে অ্যাকোয়ারিমে রঙিন মাছ রাখা ভাল। বিশেষ করে কালো রঙের মাছ।