Grey Hair Problem: বলুন তো, চুলের পাক রুখতে সকাল সকাল কী খান চিনের মানুষ? এখন আমেরিকাতেও ‘হিট’ এই ফর্মুলা

Last Updated:
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহু যুবক পাকা চুলকে স্বাভাবিক নিয়মে কালো করার জন্য কালো তিল ও গুড়ের একটি প্রতিকারের ব্যবহার করছেন। কী সেই প্রতিকার?
1/10
অল্প বয়সে চুল পেকে যাওয়াটা শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই যুবসমাজের কাছে একটা বড় সমস্যা হয়ে উঠেথে। YouGov-এর একটি রিপোর্ট অনুসারে, আমেরিকার এক-তৃতীয়াংশ যুবক এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি, ৩০ বছর বয়সের পা দেওয়ার আগেই তাঁদের মধ্যে অনেকের চুল ধূসর হয়ে যাচ্ছে।
অল্প বয়সে চুল পেকে যাওয়াটা শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই যুবসমাজের কাছে একটা বড় সমস্যা হয়ে উঠেথে। YouGov-এর একটি রিপোর্ট অনুসারে, আমেরিকার এক-তৃতীয়াংশ যুবক এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি, ৩০ বছর বয়সের পা দেওয়ার আগেই তাঁদের মধ্যে অনেকের চুল ধূসর হয়ে যাচ্ছে।
advertisement
2/10
 চুলের এই অকাল পক্কতা ঠেকাতে সে সরকারের কাছে কিছু বিশেষ ওষুধ উদ্ভাবনে দাবি করেছেন এ ধরনের মানুষ। জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার অনেক দেশেও এই সমস্যাটি এখন অত্যন্ত সাধারণ। এমতাবস্থায় আমেরিকায় সামনে এসেছে এমন একটি ফর্মুলা, যাতে মিলেছে চুল কালো রাখার অব্যর্থ উপায়৷
চুলের এই অকাল পক্কতা ঠেকাতে সে সরকারের কাছে কিছু বিশেষ ওষুধ উদ্ভাবনে দাবি করেছেন এ ধরনের মানুষ। জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার অনেক দেশেও এই সমস্যাটি এখন অত্যন্ত সাধারণ। এমতাবস্থায় আমেরিকায় সামনে এসেছে এমন একটি ফর্মুলা, যাতে মিলেছে চুল কালো রাখার অব্যর্থ উপায়৷
advertisement
3/10
পাকা চুলে রঙ করে কালো বা অন্য কোনও রঙ করা অধিকাংশ আমেরিকানের অপছন্দ৷ কারণ, তাঁরা মনে করেন, এই ধরনের রঙ আসলে চুলের স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট করে দেয়৷ তাই তাঁরা বিভিন্ন এশীয় দেশের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকছেন৷
পাকা চুলে রঙ করে কালো বা অন্য কোনও রঙ করা অধিকাংশ আমেরিকানের অপছন্দ৷ কারণ, তাঁরা মনে করেন, এই ধরনের রঙ আসলে চুলের স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট করে দেয়৷ তাই তাঁরা বিভিন্ন এশীয় দেশের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকছেন৷
advertisement
4/10
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহু যুবক পাকা চুলকে স্বাভাবিক নিয়মে কালো করার জন্য কালো তিল ও গুড়ের একটি প্রতিকারের ব্যবহার করছেন। কী সেই প্রতিকার?
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বহু যুবক পাকা চুলকে স্বাভাবিক নিয়মে কালো করার জন্য কালো তিল ও গুড়ের একটি প্রতিকারের ব্যবহার করছেন। কী সেই প্রতিকার?
advertisement
5/10
তাঁরা প্রতিদিন সকালে খুব ভোরে গুড় দিয়ে কালো তিল খাচ্ছেন। তাঁদের সকালের জলখাবারে সবসময় এটি থাকছে। চুল কালো রাখার জন্য চিনে বহু দিন ধরেই এই পদ্ধতি ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে।
তাঁরা প্রতিদিন সকালে খুব ভোরে গুড় দিয়ে কালো তিল খাচ্ছেন। তাঁদের সকালের জলখাবারে সবসময় এটি থাকছে। চুল কালো রাখার জন্য চিনে বহু দিন ধরেই এই পদ্ধতি ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
6/10
তাঁরা প্রতিদিন সকালে খুব ভোরে গুড় দিয়ে কালো তিল খাচ্ছেন। তাঁদের সকালের জলখাবারে সবসময় এটি থাকছে। চুল কালো রাখার জন্য চিনে বহু দিন ধরেই এই পদ্ধতি ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে।
তাঁরা প্রতিদিন সকালে খুব ভোরে গুড় দিয়ে কালো তিল খাচ্ছেন। তাঁদের সকালের জলখাবারে সবসময় এটি থাকছে। চুল কালো রাখার জন্য চিনে বহু দিন ধরেই এই পদ্ধতি ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে।
advertisement
7/10
সাদা চুল হয়ে যায় কালো: কালো তিল চিনে হেই জি মা নামে পরিচিত। চিনারা বিশ্বাস করেন, এই তিল সাদা চুলকে কালো করে দিতে পারে। গুড়কে চিনে কিউই বলা হয়। এটি রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি বলে মনে করা হয়। সাধারণ বিশ্বাস, এটি চুলকে সুস্থ রাখে বলে৷
সাদা চুল হয়ে যায় কালো: কালো তিল চিনে হেই জি মা নামে পরিচিত। চিনারা বিশ্বাস করেন, এই তিল সাদা চুলকে কালো করে দিতে পারে। গুড়কে চিনে কিউই বলা হয়। এটি রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি বলে মনে করা হয়। সাধারণ বিশ্বাস, এটি চুলকে সুস্থ রাখে বলে৷
advertisement
8/10
 যদিও তাপপ্রবাহ মোকাবিলায় দক্ষিণ এশীয় আয়ুর্বেদিক ওষুধে পেঁয়াজের রস সবচেয়ে বেশি ব্যবহৃত। তবে, সালফার সমৃদ্ধ হওয়ায় এটি চুলের শক্তি বাড়াতে এবং ধূসর হওয়া প্রতিরোধে সহায়তা করে বলে জানা গিয়েছে।
যদিও তাপপ্রবাহ মোকাবিলায় দক্ষিণ এশীয় আয়ুর্বেদিক ওষুধে পেঁয়াজের রস সবচেয়ে বেশি ব্যবহৃত। তবে, সালফার সমৃদ্ধ হওয়ায় এটি চুলের শক্তি বাড়াতে এবং ধূসর হওয়া প্রতিরোধে সহায়তা করে বলে জানা গিয়েছে।
advertisement
9/10
আমেরিকানরাও আজকাল প্রচুর নারকেল তেল ব্যবহার করছেন। কারণ, তারা বিশ্বাস করে এর ফলে মাথায় রক্ত ​​চলাচল সঠিক থাকে। এবং চুল অকালে পেকে যায় না৷ বা চুলের পক্কতার গতি ধীর হয়ে আসে৷
আমেরিকানরাও আজকাল প্রচুর নারকেল তেল ব্যবহার করছেন। কারণ, তারা বিশ্বাস করে এর ফলে মাথায় রক্ত ​​চলাচল সঠিক থাকে। এবং চুল অকালে পেকে যায় না৷ বা চুলের পক্কতার গতি ধীর হয়ে আসে৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ কোনও নতুন কিছু প্রয়োগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷ এই প্রতিবেদনে দেওয়া তথ্য নিজে ব্যবহার কে বিরূপ ফল হলে নিউজ ১৮ বাংলা দায়ী থাকবে না৷
Disclaimer: এই প্রতিবেদনের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ কোনও নতুন কিছু প্রয়োগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷ এই প্রতিবেদনে দেওয়া তথ্য নিজে ব্যবহার কে বিরূপ ফল হলে নিউজ ১৮ বাংলা দায়ী থাকবে না৷
advertisement
advertisement
advertisement