Ladies Finger: সস্তার 'এই' সবজিকে অবহেলা করলেই বিপদ! খেলেই জব্দ হাজারো রোগ, ব্লাড সুগারেরও যম! একবার লাগালেই সারাবছর ফলন
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Ladies Finger: ঢ্যাঁড়শ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন,ঢ্যাঁড়শ মানবদেহে ল্যাক্সিটিভের কাজ করে। অন্যদিকে ঢ্যাঁড়শ খেলে নাকি রক্তের শর্করা অনেকটা নিয়ন্ত্রণে থাকে।
ঢ্যাঁড়শ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন,ঢ্যাঁড়শ মানবদেহে ল্যাক্সিটিভের কাজ করে। অন্যদিকে ঢ্যাঁড়শ খেলে নাকি রক্তের শর্করা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। ঢ্যাঁড়শএমন একটা সবজি যা মরশুমি হিসেবে বাজারে পাওয়া যায়। তাই ঢ্যাঁড়শের যোগান বাজারে বরাবরই অনেকটাই কম থাকে।ফলে দামটা বেশ চড়া হয়।
advertisement
তবে ঢ্যাঁড়শের প্রজাতি অনেকের অজানা। ঢ্যাঁড়শ মূলত ভারতের পশ্চিমবঙ্গ,ত্রিপুরা,উড়িষ্যা এইসব জায়গাতে প্রচুর পরিমাণে চাষ হয়। যেসব চাষিরা ঢ্যাঁড়শ চাষ করেন,তাদেরঢ্যাঁড়শ গাছ ছয় মাসের বেশি থাকে না।কিন্তু মৎস্য বিজ্ঞানী ড. বিজয় কালী মহাপাত্র তিনি ভারতীয় বংশোদ্ভূত ঢ্যাঁড়শ গাছ চাষ করেছেন। যে ঢ্যাঁড়শ গাছ তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত বাঁচে ও ফলন দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement