সাধারণত ছোটগুলোকে উচ্ছে এবং বড়গুলোকে করলা বলে। অর্থাৎ একেবারে ছোট থেকে ৫-৭ সেন্টিমিটার লম্বাগুলোকে উচ্ছে এবং তার চেয়ে বড়গুলোকে করলা বলা হয়। উভয়ের ক্রোমজম সংখ্যা সমান (2n = 22)। আবার করলার চেয়ে আকারে অনেক ছোট উচ্ছের খাদ্যমান অনেক বেশি।করলা বা উচ্ছের ভিতর Momordicasoids নামে একটা উপাদান আছে এবং এর উপর নির্ভর করে করলার তেতো (bitterness) ভাব।