দীপাবলির সন্ধ্যায় দেদার মদ্যপানের আয়োজন? জানুন অতিরিক্ত অ্যালকোহল কতটা মারাত্মক শরীরের জন্য

Last Updated:
Side Effects of Alcohol : অতিরিক্ত সুরাপান এড়ানোর জন্য আসুন জেনে নিই এই কুঅভ্যাসের ক্ষতিকর দিকগুলি৷ অনেক দিন ধরে অতিরিক্ত সুরাপান করলে কী কী শারীরিক ক্ষতি হয়, জানুন৷
1/7
কালীপুজো বা দীপাবলির রাতে উদযাপনে অনেকেরই সঙ্গী সুরাপান৷ বন্ধুদের সঙ্গে সুরার আসরে এদিন মেতে উঠবেন অনেকেই৷ অতিরিক্ত সুরাপান এড়ানোর জন্য আসুন জেনে নিই এই কুঅভ্যাসের ক্ষতিকর দিকগুলি৷ অনেক দিন ধরে অতিরিক্ত সুরাপান করলে কী কী শারীরিক ক্ষতি হয়, জানুন৷
কালীপুজো বা দীপাবলির রাতে উদযাপনে অনেকেরই সঙ্গী সুরাপান৷ বন্ধুদের সঙ্গে সুরার আসরে এদিন মেতে উঠবেন অনেকেই৷ অতিরিক্ত সুরাপান এড়ানোর জন্য আসুন জেনে নিই এই কুঅভ্যাসের ক্ষতিকর দিকগুলি৷ অনেক দিন ধরে অতিরিক্ত সুরাপান করলে কী কী শারীরিক ক্ষতি হয়, জানুন৷
advertisement
2/7
অ্যালকোহলের প্রভাবে মারাত্মক ক্ষতি হয় লিভারের৷ লিভারের অসুখ, ক্রনিক লিভার ইনফ্লেম্যাশন দেখা দেয় উপসর্গ হিসেবে৷ কোনও কোনও সময় লিভারের অসুখ প্রাণঘাতীও হয়ে উঠতে পারে৷ তাছাড়া লিভারের ক্ষতি হলে শরীর থেকে টক্সিন নিঃসরণের পথে বিঘ্ন ঘটে৷ ক্রমাগত লিভার ইনফ্লেম্যাশন হলে সিরোসিস অব লিভার সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে৷ এর ফলে লিভারের স্থায়ী ক্ষতি হয়৷
অ্যালকোহলের প্রভাবে মারাত্মক ক্ষতি হয় লিভারের৷ লিভারের অসুখ, ক্রনিক লিভার ইনফ্লেম্যাশন দেখা দেয় উপসর্গ হিসেবে৷ কোনও কোনও সময় লিভারের অসুখ প্রাণঘাতীও হয়ে উঠতে পারে৷ তাছাড়া লিভারের ক্ষতি হলে শরীর থেকে টক্সিন নিঃসরণের পথে বিঘ্ন ঘটে৷ ক্রমাগত লিভার ইনফ্লেম্যাশন হলে সিরোসিস অব লিভার সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে৷ এর ফলে লিভারের স্থায়ী ক্ষতি হয়৷
advertisement
3/7
শুধুই লিভার নয়৷ অ্যালকোহলের ফলে ক্ষতিগ্রস্ত হয় প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ও৷ এর ফলে শরীরে ইনসুলিনের মাত্রা ওঠানামা করে৷ এই তারতম্যের ফলে রক্তে শর্করার পরিমাণও কমবেশি হয়৷ তার জেরে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া বা বিপরীত পরিস্থিতি অর্থাৎ শর্করা কমেও যেতে পারে৷ তাই ডায়াবেটিসে আক্রান্ত হলে মদ্যপান নৈব নৈব চ৷
শুধুই লিভার নয়৷ অ্যালকোহলের ফলে ক্ষতিগ্রস্ত হয় প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ও৷ এর ফলে শরীরে ইনসুলিনের মাত্রা ওঠানামা করে৷ এই তারতম্যের ফলে রক্তে শর্করার পরিমাণও কমবেশি হয়৷ তার জেরে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া বা বিপরীত পরিস্থিতি অর্থাৎ শর্করা কমেও যেতে পারে৷ তাই ডায়াবেটিসে আক্রান্ত হলে মদ্যপান নৈব নৈব চ৷
advertisement
4/7
দীর্ঘ দিন ধরে অত্যধিক সুরাপান করে গেলে মস্তিষ্কের সক্রিয়তা ও কাজ করার ক্ষমতা কমে আসে ধীরে ধীরে৷ যুক্তিবোধ, সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা, সামাজিক আচরণ-সহ একাধিক ক্ষেত্রে মস্তিষ্কের কাজের উপর প্রভাব ফেলে মদ্যপান৷
দীর্ঘ দিন ধরে অত্যধিক সুরাপান করে গেলে মস্তিষ্কের সক্রিয়তা ও কাজ করার ক্ষমতা কমে আসে ধীরে ধীরে৷ যুক্তিবোধ, সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা, সামাজিক আচরণ-সহ একাধিক ক্ষেত্রে মস্তিষ্কের কাজের উপর প্রভাব ফেলে মদ্যপান৷
advertisement
5/7
অ্যাসিড রিফ্লাক্সেরও কারণ অ্যালকোহল সেবন৷ এর ফলে পাকস্থলি থেকে অ্যাসিড উঠে আসে গলায়৷ তাই অতিরিক্ত সুরাপানে ব্যাহত হয় সম্পূর্ণ পরিপাক ক্রিয়া৷
অ্যাসিড রিফ্লাক্সেরও কারণ অ্যালকোহল সেবন৷ এর ফলে পাকস্থলি থেকে অ্যাসিড উঠে আসে গলায়৷ তাই অতিরিক্ত সুরাপানে ব্যাহত হয় সম্পূর্ণ পরিপাক ক্রিয়া৷
advertisement
6/7
উৎসবের উদযাপন যেন ক্ষতি বা সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখুন৷ তাই হুল্লোড়েও সুরাপান সীমিত রাখুন৷
উৎসবের উদযাপন যেন ক্ষতি বা সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখুন৷ তাই হুল্লোড়েও সুরাপান সীমিত রাখুন৷
advertisement
7/7
এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement