Alchohol Consumption: মাঝে মধ্যে মদ্যপান করলে কি ক্যানসার হতে পারে? কতটা মদ্যপান করা আদতে 'নিরাপদ'? সত্যিটা জানালেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনেকেই মাঝে মধ্যে মদ্যপান করেন! তাঁরা ভাবেন, রোজ তো মদ খান না, কখনও-সখনও একটু-আধটু মদ খেলে কী আর ক্ষতি! কিন্তু এই ধারণা কি ঠিক? জানাচ্ছেন চিকিৎসক
advertisement
advertisement
চিকিৎসক জানান, মদ্যপানের কারণে অন্তত ৭ ধরনের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। তালিকায় রয়েছে মুখের ক্যানসার, গলার ক্যানসার, স্বরযন্ত্রের ক্যানসার, ইসোফ্যাগাস (খাদ্যনালী) কভানসার, স্তন ক্যানসার, যকৃতের ক্যানসার এবং বৃহদান্ত্রের ক্যান্সার। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ধূমপান এবং স্থূলতার পর অ্যালকোহল হচ্ছে তৃতীয় প্রধান প্রতিরোধযোগ্য ক্যানসারের কারণ।
advertisement
advertisement
স্বাস্থ্যের দিক থেকে মদ্যপানের কোনও 'নিরাপদ' পরিমাণ নেই। যদিও অতীতের কিছু গবেষণায় দেখা গিয়েছিল, অল্প থেকে মাঝারি পরিমাণে মদ্যপান কিছু রোগের ঝুঁকি সামান্য কমাতে পারে। কিন্তু সম্প্রতি 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ'-এর একটি মেটা-অ্যানালাইসিসে দেখা যায়, এই ধারণা সম্পূর্ণ ভুল। 'মায়ো ক্লিনিক'-এর মতে, যে-কোনও পরিমাণে মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
advertisement
স্পেনে ৬০ বছর ও তার বেশি বয়সের ১,৩৫,১০৩ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে ১২ বছর ধরে একটি গবেষণা চালানো হয়েছিল। সেই গবেষণায় মৃত্যুহার এবং মাঝারি মাত্রায় মদ্যপানের মধ্যে কোনওরকম উপকারী সম্পর্ক পাওয়া যায়নি। এই গবেষণাটি গত বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার-এ প্রকাশিত হয়। গবেষণার একজন লেখক বলেন, মদের প্রথম ফোঁটাই ক্যানসারের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে।
advertisement
advertisement
advertisement