Akshaya Tritiya 2025 Dos & Donts: আজ অক্ষয় তৃতীয়া তিথি কতক্ষণ আছে? ভুলেও দাঁতে কাটবেন না এই ৫ খাবার! সংসারে নেমে আসবে দুর্ভাগ্যের কালো ছায়া! অশান্তি অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর

Last Updated:
Akshaya Tritiya 2025 Dos & Donts: প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ
1/8
আজ, বুধবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া৷ এই তিথি অত্যন্ত পবিত্র এবং শুভ৷ যে কোনও শুভ তকাজ করার জন্য এই দিনটি আদর্শ৷ এই দিনে যে কাজ করা হয়, তা অক্ষয় হয়ে থাকে৷ শুভ কাজের পুণ্যফল সঙ্গে থাকে বছরভর৷
আজ, বুধবার পালিত হচ্ছে অক্ষয় তৃতীয়া৷ এই তিথি অত্যন্ত পবিত্র এবং শুভ৷ যে কোনও শুভ তকাজ করার জন্য এই দিনটি আদর্শ৷ এই দিনে যে কাজ করা হয়, তা অক্ষয় হয়ে থাকে৷ শুভ কাজের পুণ্যফল সঙ্গে থাকে বছরভর৷
advertisement
2/8
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ৷ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর আজ তৃতীয়া তিথি আছে দুপুর ২.১৩ মিনিট পর্যন্ত৷
প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই পার্বণ৷ দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এ বছর আজ তৃতীয়া তিথি আছে দুপুর ২.১৩ মিনিট পর্যন্ত৷
advertisement
3/8
অক্ষয় তৃতীয়া তিথিতে লক্ষ্মী এবং গণেশের পুজো করা অত্যন্ত পবিত্র এবং পুণ্যদায়ী৷ অন্য পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া তিথি থাকছে সন্ধ্যা ৬.১২ মিনিট পর্যন্ত৷ এই সময়ের মধ্যে পুজো অর্চনা-সহ সব পুণ্যকাজ সমাপন করুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
অক্ষয় তৃতীয়া তিথিতে লক্ষ্মী এবং গণেশের পুজো করা অত্যন্ত পবিত্র এবং পুণ্যদায়ী৷ অন্য পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া তিথি থাকছে সন্ধ্যা ৬.১২ মিনিট পর্যন্ত৷ এই সময়ের মধ্যে পুজো অর্চনা-সহ সব পুণ্যকাজ সমাপন করুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
4/8
আমিষ জাতীয় খাবার এই তিথিতে ভুলেও খাবেন না৷ সংসারে দেখা দেবে ঘোর অমঙ্গল৷ অজস্র পাপে বিদ্ধ হতে হবে৷
আমিষ জাতীয় খাবার এই তিথিতে ভুলেও খাবেন না৷ সংসারে দেখা দেবে ঘোর অমঙ্গল৷ অজস্র পাপে বিদ্ধ হতে হবে৷
advertisement
5/8
মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার মুখে দেবেন না এই দিনে৷ দেখা দেয় নানারকম গ্রহদোষ৷ সংসারে অশান্তি দেখা দেয়৷
মাশরুম বা ছত্রাকজাতীয় খাবার মুখে দেবেন না এই দিনে৷ দেখা দেয় নানারকম গ্রহদোষ৷ সংসারে অশান্তি দেখা দেয়৷
advertisement
6/8
তামাক বা অন্য কোনও মাদক বা নেশার জিনিস থেকে এই দিনে থাকুন শত হস্ত দূরে৷ তাহলে সংসারে দুঃখ কষ্ট নেমে আসবে না৷
তামাক বা অন্য কোনও মাদক বা নেশার জিনিস থেকে এই দিনে থাকুন শত হস্ত দূরে৷ তাহলে সংসারে দুঃখ কষ্ট নেমে আসবে না৷
advertisement
7/8
যে কোনও পোড়া বা ভর্তা খাবার এই তিথিতে খাবেন না৷ সংসারে কোনও অশুভ প্রভাব পড়বে না৷
যে কোনও পোড়া বা ভর্তা খাবার এই তিথিতে খাবেন না৷ সংসারে কোনও অশুভ প্রভাব পড়বে না৷
advertisement
8/8
বাসি খাবারও এই দিনে গ্রহণ করবেন না৷ সংসারে বজায় থাকবে সুখ শান্তি৷ সকল প্রকার তামসিক আহার না খেয়ে দূরে থাকুন এই শুভ দিনে৷ চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করে পবিত্র ভাবে দিনটি কাটাতে৷
বাসি খাবারও এই দিনে গ্রহণ করবেন না৷ সংসারে বজায় থাকবে সুখ শান্তি৷ সকল প্রকার তামসিক আহার না খেয়ে দূরে থাকুন এই শুভ দিনে৷ চেষ্টা করুন সাত্ত্বিক আহার গ্রহণ করে পবিত্র ভাবে দিনটি কাটাতে৷
advertisement
advertisement
advertisement