Ajwain Health Tips: ওজন, কোলেস্টেরল, কিডনির সমস্যা থেকে মাইগ্রেন কমায় জোয়ান, কিন্তু কারা জোয়ান ভুলেও খাবেন না? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Ajwain Health Tips: জোয়ানে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ও অন্যান্য নানা পুষ্টিকর উপাদান। শুধু হজমশক্তি বাড়ানোই নয়, পেপটিক আলসার থেকে রেহাই পেতেও জোয়ান বেশ উপকারী। কিন্তু এত উপকারিতা থাকা সত্ত্বেও জোয়ান সবার জন্য নয়
বাঙালি হেঁশেলে জোয়ান থাকবেই। জোয়ানের কদর-ই আলাদ। হজমে গোলমাল হোক কি গ্যাস-বদহজম-বুকজ্বালা... একটুখানি জোয়ান মুখে দিলেই নিমেষে সমস্যার সমাধান। জোয়ানে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট ও অন্যান্য নানা পুষ্টিকর উপাদান। শুধু হজমশক্তি বাড়ানোই নয়, পেপটিক আলসার থেকে রেহাই পেতেও জোয়ান বেশ উপকারী। আর কোন কোন রোগ মোকাবিলা করে জোয়ান?
advertisement
জোয়ানে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল বৈশিষ্ট্য। জোয়ানে থাকে থাইমল ও কারভাক্রল নামক দুটি যৌগ যা ব্যাকটেরিয়া ও ফাংগাসের বাড়বাড়ন্ত হতে দেয় না। গবেষণায় দেখা গিয়েছে, জোয়ান সালমোনেলা ও এসকেরিশিয়া কোলি-র মত ব্যাকটেরিয়া রোধ করে। এই দুই ব্যাকটেরিয়া ফুড পয়েজনিং-এর অন্যতম কারণ। পাশাপাশি, ক্যানডিডা অ্যালবিক্যানস, ক্যানডিডা ক্রুসেই, স্ট্রেপটোকক্কাস মিউট্যানস-এর মত মাল্টিড্রাগ রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়াদের ধ্বংস করে জোয়ান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement