দুপুরে না ঘুমোলে শরীর 'ম্যাজম্যাজ' করে? এই অভ্যাস ভাল না খারাপ? সত্যিটা জানলে তাজ্জব হবেন!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
Sleeping Problem: ঘুমোচ্ছেন? অনেককেই দুপুরে একটু ঘুমোতে দেখা যায়। এই ছোট্ট ঘুমকেই অনেকে ‘পাওয়ার ন্যাপ’ বলেন। দুপুর ১টা থেকে ৪টার মধ্যে সাধারণত ঘুম ঘোর বেশি আসে।
advertisement
advertisement
চিকিৎসকরা কী বলছেন? ডঃ চন্দ্রিমা পালের মতে, পাওয়ার ন্যাপ ২০ থেকে ৩০ মিনিটের বেশি হওয়া উচিত নয়। এই সময়টা ঘুমোলে মস্তিষ্ক আরও সতেজ হয়, কর্মক্ষমতা বাড়ে। শরীর ও মন নতুন শক্তি পায়, কাজের প্রতি আগ্রহও বাড়ে। চিকিৎসক প্রাঞ্জিল চেতিয়াও এই মত সমর্থন করেন। তাঁর মতে, দুপুরে অল্প সময় ঘুম কাজের দক্ষতা বাড়িয়ে তোলে।
advertisement
advertisement
advertisement
ভালভাবে ঘুমোনোর নিয়ম--- 👉 দুপুরে ১০-২০ মিনিট ঘুম: এটাই সবচেয়ে উপযুক্ত সময়। এতে শরীর-মন সতেজ হয়। 👉 শান্ত ও অন্ধকার ঘরে ঘুম: এতে ঘুমের মান বাড়ে। 👉 একান্ত প্রয়োজনে মাত্র এক ঘণ্টা: প্রচণ্ড চাপ বা ক্লান্তি থাকলে এক ঘণ্টা পর্যন্ত ঘুমনো যায়। তবে কখনোই তার বেশি নয়। 👉 উচ্চ মানসিক চাপে থাকা পেশাজীবীরা যেমন খেলোয়াড়, চিকিৎসক, পাইলটরা এই স্বল্প সময়ের ঘুমে শরীর ও মনের শক্তি ফেরত পান। এতে মনোযোগ ও পারফরম্যান্স বেড়ে যায়।
advertisement