Men Heart Attack: ৪৫ থেকে ৫৯ বছরের পুরুষরা খুব সাবধান! অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু বড় চিন্তার...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই বয়সে যখন তখন হৃদরোগে (Heart attack men in India) আক্রান্ত হতে পারেন তাঁরা৷ যার ফল ভয়াবহ হতে পারে৷
*সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অত্যন্ত আতঙ্কের৷ মাত্র ৪০ বছর বয়সে যেভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হল, তা যেন মধ্যবয়সী পুরুষদের এক গুরুতর বার্তা দিয়ে গেল৷ শরীরের উপর নজর রাখার বার্তা৷ কারণ সমীক্ষা বলছে ৪৫ থেকে ৫০ বছর বয়স পুরুষেদর জন্য খুবই মারাত্মক৷ এই বয়সে যখন তখন হৃদরোগে আক্রান্ত হতে পারেন তাঁরা৷ যার ফল ভয়াবহ হতে পারে৷
advertisement
advertisement
advertisement
advertisement
*কোন বয়সের পুরুষের বেশি ঝুঁকি থাকছে? সব থেকে বেশি ভয় সমস্যা দেখা গিয়েছে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী পুরুষদের মধ্যে৷ এই বয়সটা সবথেকে বেশি আতঙ্কের৷ কারণ এই বয়সি পুরুষরা সবথেকে বেশি আক্রান্ত হন হৃদরোগে৷ অন্তত্য তথ্য সেটাই বলছে৷ ২০১৯-এ ৪৫ থেকে ৫৯ বছর বয়সি ১১০৪২ জন পুরুষ হৃদরোগে আক্রান্ত হন৷ ৩০ থেকে থেকে ৪৪ বছর বয়সি ৭৭৫২ জন পুরুষের হ্যার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২০১৯৷ সেই সংখ্যাটাই ৬০ বছরের উপরে ছিল ৬৬১২জন৷ এবং ১৮ থেকে ২৯ বছর বয়সি পুরুষের মধ্যে ছিল ২৩৮১জন৷ ২০১৯-এ ১৪ থেকে ১৭ বছর বয়সের ১২৩ জন পুরুষের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ১৪ বছরের নিচে সংখ্যাটা ছিল ৯৫৷