আয়না বাড়িকে সুন্দর করে তোলে, কিন্তু বাস্তুশাস্ত্র না মেনে আয়না লাগালে ঘোর বিপদ--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাস্তু বিশেষজ্ঞদের মতে সঠিক নিয়ম না মেনে, বাড়ির ইতিউতি আয়না লাগালে জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে
আয়না নেই, এমন বাড়ি দূরবীন দিয়েও খুঁজে পাওয়া মুশকিল! কিন্তু বাস্তুশাস্ত্রমতে, একটা আয়না নাকি আমাদের জীবনের ছবিটা আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে! তবে, মাথায় রাখতে হবে-- বাড়ির কোন জায়গায়, কেমন ধরনের আয়না রাখছেন ! বাস্তু বিশেষজ্ঞদের মতে সঠিক নিয়ম না মেনে, বাড়ির ইতিউতি আয়না লাগালে জীবনে মারাত্মক ক্ষতি হতে পারে!
advertisement
advertisement
বাড়ির মূল দরজার সামনে আয়না : এমনটা বিশ্বাস করা হয়, মূল ফটকের সামনে আয়না রাখলে বাড়িতে যে পজেটিভ শক্তি ঢুকছিল, তা প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে যায়। ফলে বাড়ির প্রতিটি কোণায় পজেটিভ শক্তির জায়গায় নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে । আর্থিক অনটন থেকে শুরু করে একের পর এক দুর্ঘটনা... জীবন দুর্বিষহ হয়ে ওঠে!
advertisement
advertisement
advertisement
advertisement