Winter Short Budget Tour: একেবারে বাংলার বুকে এক টুকরো বিদেশ! অতি কম খরচে ফ্যামিলি ট্যুর, শীতে রোদ মাখা জমজমাট বাজেট ট্রিপ, ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের এই জায়গায়
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
ঘুরতে যাওয়ার শখ! একদিনের ছুটিতে বেরিয়ে পড়ুন, ভূগোলের বইয়ের পাতা চোখের সামনে ভেসে উঠবে৷ প্রকৃতি সৃষ্ট ভূমিরূপ, নির্জন পরিবেশ, কটেজে রাত্রী যাপন, সবমিলিয়ে ছুটি কাটবে আনন্দে৷
সামনে শীতকাল। ইতিমধ্যে রাজ্যজুড়ে শীত অনুভূত হচ্ছে। সারা বছর ভ্রমণপিপাসু বাঙালিরা নিত্যনতুন ডেস্টিনেশন এর খোঁজে বের হন। কখনও কাছে পিঠে আবার কখনও দূর গন্তব্যের উদ্দেশ্যে বের হন অনেকেই। তবে কলকাতার খুব কাছেই রয়েছে এমন সুন্দর একটি ডেসটিনিশন। যা হয়ত ভূগোলের পাতায় আপনি পড়েছেন, চাক্ষুষ করতে হলে আপনাকে আসতেই হবে এখানে। (রঞ্জন চন্দ) (Photo Collected)
advertisement
advertisement
মেদিনীপুর শহরের কাছেই রয়েছে এমন সুন্দর একটি জায়গা। যা আপনাকে নিয়ে যাবে অ্যাডভেঞ্চারের পরতে পরতে। তাই ছুটির দিনে কিংবা সপ্তাহের শেষে পরিবারের সঙ্গে একবার ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি। যেমন প্রাকৃতিক স্নিগ্ধতা তেমনি আপন খেয়ালে বয়ে চলা শিলাবতীর শান্ততা মুগ্ধ করবে আপনাকে। এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে চমকে দেবে। শুধু তাই নয়, ভূগোলের বইতে পড়া আস্ত গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাবেন এখানে।(Photo Collected)
advertisement
advertisement
গড়বেতা টাউনের ঠিক কাছেই রয়েছে শিলাবতী নদী। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার গনগনি। শিলাবতী নদীর প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। কোথাও উঁচু উঁচু টিলা আবার কোথাও বেশ কিছুটা গর্তর আকারে তৈরি হয়েছে এই ভূমিরূপ। এখানে এলে আলাদা প্রশান্তি মিলবে।(Photo Collected)
advertisement
আপন ধারায় বয়ে চলা শিলাবতী নদীর গা ঘেঁষে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা প্রকৃতির শিল্প দেখে আপনার মনে হবে প্রাচীনকালের কোনও হারিয়ে যাওয়া সভ্যতা। বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে কাছে। চারিদিকে অপূর্ব ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ।গুগল লোকেশন: https://maps.app.goo.gl/9epnyKMFtn5e6mwP7 (Photo Collected)
advertisement
advertisement








