90 Days without Sugar Health Benefits: একটানা ৯০ দিন চিনি না খেলে কী কী হবে? রেজাল্ট জানলে চমকে উঠবেন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
90 Days without Sugar Health Benefits: চিনি ছাড়ার মাত্র ৯০ দিনেই শরীরে দেখা দিতে পারে চমকপ্রদ পরিবর্তন। ওজন হ্রাস থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা, হজমের উন্নতি, মন-মেজাজ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন স্বাস্থ্য উপকার মিলতে পারে বলে মত দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
বর্তমানে আমরা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার প্রবণতায় বেশি অভ্যস্ত। চিনি হল এমন এক ‘আল্ট্রা প্রসেসড’ উপাদান, যা শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের জন্যও অনেক ক্ষতিকর। যদিও এটি কার্বোহাইড্রেটের উৎস, কিন্তু এত কেমিক্যাল থাকে যে শরীরে নানাবিধ সমস্যা তৈরি করে। তাই প্রশ্ন ওঠে, যদি কেউ ৩ মাস অর্থাৎ ৯০ দিন চিনি খাওয়া একেবারে বন্ধ করে দেয়, তবে শরীরে কী পরিবর্তন আসে?
advertisement
চিনি ছাড়ার অর্থ কী?সিকে বিড়লা হাসপাতাল, দিল্লির ইন্টারনাল মেডিসিন ডিরেক্টর ডঃ মণীষা অরোরা জানান, চিনি ছাড়ার অর্থ হলো টেবিল সুগার, হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ এমনকি মধুর মতো প্রাকৃতিক মিষ্টি উপাদান থেকেও দূরে থাকা। চকলেট, ক্যান্ডি, প্যাকেট জুস, বিস্কুট ইত্যাদিতে থাকা গোপন চিনি থেকেও দূরে থাকতে হবে। কার্বোহাইড্রেট দরকারি হলেও, অতিরিক্ত মিষ্টি শরীরের ক্ষতি করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement