৭০০০ স্টেপস হাঁটলেই পালাবে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস! সাত হাজার স্টেপে জব্দ ক্যানসারও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রতিদিন ৭০০০ পদক্ষেপ হাঁটলে হার্ট অ্যাটাক, ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি কমে। ল্যানসেটের গবেষণা মতে, এটি সুস্থ ও দীর্ঘ জীবন লাভের জন্য যথেষ্ট। বিস্তারিত জানুন...
advertisement
অনেকেই বিশ্বাস করেন, সুস্থ থাকতে হলে প্রতিদিন ১০ হাজার স্টেপ হাঁটা উচিত। অনেকে নিয়মিত এই টার্গেট পূরণ করেনও। তবে যারা অতটা হাঁটতে পারেন না, তাদের জন্য এই নতুন গবেষণা বড়োই স্বস্তির খবর নিয়ে এসেছে। গবেষণা বলছে, যারা দিনে ১০ হাজার পা হাঁটতে পারছেন না, তারাও যদি ৭০০০ স্টেপ হাঁটেন, তাহলেও তারা বড়ো বড়ো রোগের ঝুঁকি থেকে নিজেদের অনেকটা বাঁচাতে পারেন।
advertisement
এই গবেষণায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, ১০,০০০ স্টেপ ভালো হলেও ৭০০০ স্টেপ দৈনন্দিন জীবনে অনেক বেশি বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য। দিনে ৭০০০ স্টেপ হাঁটা মৃত্যু ও নানা জটিল স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে যথেষ্ট। এই গবেষণা ৫৭টি স্টাডির ওপর ভিত্তি করে তৈরি, যেখানে প্রায় ১.৬০ লাখ প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement
এই স্টাডি আরও বলছে, যত বেশি স্টেপ হাঁটবেন, তত স্বাস্থ্য উপকৃত হবে। বিশেষ করে হার্টের স্বাস্থ্য ভাল রাখতে দিনে বেশি হাঁটা অত্যন্ত কার্যকর। গবেষকদের মতে, ৭০০০ স্টেপ একটি সাধারণ মানুষের পক্ষে ১০,০০০ স্টেপের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত লক্ষ্য। এমনকি কেউ যদি প্রতিদিন মাত্র ৪০০০ স্টেপও হাঁটেন, তাও সেটা ২০০ স্টেপের চেয়ে অনেক বেশি উপকারে আসে।
advertisement
advertisement
advertisement
advertisement