Kolkata Mutton Biryani : পুজোয় এবার জিভে জল, কলকাতা শহরে ৭টি সেরা মটন বিরিয়ানির ঠিকানা রইল, কোথায় কত খরচ জানুন

Last Updated:
Kolkata Mutton Biryani : কলকাতা শহরের আনাচে কানাচে বিরিয়ানির দোকান। কখনও দাদা-বৌদির বিরিয়ানি, কখনও আবার আউধ। কোনটা ছেড়ে কোনটা খাবেন! তবে এখানে ৭টি এমন ঠিকানা দেওয়া হল, যেখানকার মটন বিরিয়ানি খেলে মন ভরে যায়।
1/9
দেশের সেরা বিরিয়ানি নাকি হায়দরাবাদেই মেলে। এ কথা তো সকলেই জানে। কিন্তু কলকাতার বিরিয়ানির অনন্য স্বাদ কিন্তু ভোলার নয়। অনেকে বলেন, আলুর উপস্থিতিতেই আরও সুস্বাদু হয়ে ওঠে বিরিয়ানি।
দেশের সেরা বিরিয়ানি নাকি হায়দরাবাদেই মেলে। এ কথা তো সকলেই জানে। কিন্তু কলকাতার বিরিয়ানির অনন্য স্বাদ কিন্তু ভোলার নয়। অনেকে বলেন, আলুর উপস্থিতিতেই আরও সুস্বাদু হয়ে ওঠে বিরিয়ানি।
advertisement
2/9
কলকাতা শহরের আনাচে কানাচে বিরিয়ানির দোকান। কখনও দাদা-বৌদির বিরিয়ানি, কখনও আরসালান, কখনও আবার আউধ। কোনটা ছেড়ে কোনটা খাবেন! তবে এখানে ৭টি এমন ঠিকানা দেওয়া হল, যেখানকার মটন বিরিয়ানি খেলে মন ভরে যায়।
কলকাতা শহরের আনাচে কানাচে বিরিয়ানির দোকান। কখনও দাদা-বৌদির বিরিয়ানি, কখনও আরসালান, কখনও আবার আউধ। কোনটা ছেড়ে কোনটা খাবেন! তবে এখানে ৭টি এমন ঠিকানা দেওয়া হল, যেখানকার মটন বিরিয়ানি খেলে মন ভরে যায়।
advertisement
3/9
শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। দু’জনের জন্য ৭০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই শিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। দু’জনের জন্য ৭০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
4/9
আউধ ১৫৯০- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই আউধ ১৫৯০। দু’জনের জন্য ১৪০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবেন।
আউধ ১৫৯০- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই আউধ ১৫৯০। দু’জনের জন্য ১৪০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবেন।
advertisement
5/9
মানজিলাতস- রুবি হাসপাতালের কাছে, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, প্লট ১, ফেজ ৩-এ অবস্থিত এই দোকান। দু’জনের জন্য ১০০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
মানজিলাতস- রুবি হাসপাতালের কাছে, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, প্লট ১, ফেজ ৩-এ অবস্থিত এই দোকান। দু’জনের জন্য ১০০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
6/9
ইন্ডিয়া রেস্টুরেন্ট- খিদিরপুর এবং কৈখালীতে এই দোকান রয়েছে। দু’জনের জন্য ৯৫০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
ইন্ডিয়া রেস্টুরেন্ট- খিদিরপুর এবং কৈখালীতে এই দোকান রয়েছে। দু’জনের জন্য ৯৫০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
7/9
কারিমস- পার্ক স্ট্রিট এবং সল্টলেক সেক্টর ৫-এ এই দোকান রয়েছে। দু’জনের জন্য ১২০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
কারিমস- পার্ক স্ট্রিট এবং সল্টলেক সেক্টর ৫-এ এই দোকান রয়েছে। দু’জনের জন্য ১২০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
8/9
আরসালান- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই আরসালানের আউটলেট। দু’জনের জন্য ৮৫০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
আরসালান- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে এই আরসালানের আউটলেট। দু’জনের জন্য ৮৫০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
9/9
আমিনিয়া- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে আমিনিয়ার একাধিক আউটলেট। দু’জনের জন্য ৮০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
আমিনিয়া- কলকাতা শহরের নানা জায়গায় রয়েছে আমিনিয়ার একাধিক আউটলেট। দু’জনের জন্য ৮০০ টাকার মধ্যে বিরিয়ানি পেয়ে যাবে।
advertisement
advertisement
advertisement