Red Banana Benefits: 'পারফেক্ট ফিগার' চাই? এই নিয়মে খেলেই হু হু করে ঝরবে ওজন! ডায়াবেটিসেও উপকারী, হলুদ না লাল কোনটা খাবেন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Red Banana Benefits: লাল কলার মধ্যে একাধিক বৈশিষ্ট্য রয়েছে, যা নিয়মিত আপনার ডায়েটে রাখলে দারুণ উপকার পাবেন৷ এই কলায় হলুদ কলার চেয়েও বেশি পুষ্টিগুণ রয়েছে।
advertisement
advertisement
advertisement
হেলথলাইনের খবর অনুযায়ী , লাল কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়। এতে ফ্রুক্টোজের মতো স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট রয়েছে। এছাড়া এতে রয়েছে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি। লাল কলা সারা বছরই সহজলভ্য। এটি খেতে সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর, ঔষধি গুণে ভরপুর। এই কারণে সারাবছরই লাল কলার চাহিদা থাকে।
advertisement
advertisement
রক্তচাপের রোগীদের জন্যও লাল কলা খুবই উপকারী বলে মনে করা হয়। লাল কলা পটাসিয়াম সমৃদ্ধ, যা রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে অবশ্যই লাল কলা খান। লাল কলা দৃষ্টিশক্তি বাড়াতেও কার্যকর বলে বিবেচিত হয়। এতে লুটেইন এবং জেক্সানথিন নামক উপাদান পাওয়া যায়। এছাড়া এটি বিটা ক্যারোটিনয়েড এবং ভিটামিন এ সমৃদ্ধ। তাই এটি খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে।
advertisement
advertisement
advertisement