Banyan Tree: বয়স পেরিয়েছে ৫০০ বছর! হাসনাবাদে প্রাচীন পবিত্র বটগাছের টানে ভিড় জমান অগণিত মানুষ
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Banyan Tree: কিন্তু বেশ কয়েক বছরে একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রাচীন বট গাছের কিছু অংশ নষ্ট হয়ে গেছে। কিন্তু আজও এলাকার মানুষের কাছে প্রাচীন এই বট গাছ যেন বড় মায়ার। প্রাচীন এই বট বৃক্ষকে কেন্দ্র করে আছে একাধিক স্মৃতিকথাও। এমন গাছে নিদর্শন মিলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের রামেশ্বরপুর গোরা তলায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছিয়াশি শতক জমির উপরে দাঁড়িয়ে আছে এই বট বৃক্ষ। এক সময় এলাকার মানুষ ওই বট গাছের তলায় গিয়ে বিভিন্ন রকম প্রার্থনা করতেন। সারা বছর শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে এই জায়গায় এলাকার মানুষ যেমন সময় কাটার ঠিক তেমনি শিশু কিশোরদের খেলার জায়গা হয়ে ওঠে। দুর দুরান্ত থেকে অনেকেই আসেন দেখতেও।
advertisement
advertisement
advertisement









