Toxic Food: ৫ চেনা খাবারে অচেনা বিষাক্ত জিনিস! পেটের ভিতরে গেলেই সাড়ে সর্বনাশের অঘটন নিশ্চিত! মুখে তোলার আগে দু’বার ভাবুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Toxic Food: আমরা অনেকেই জানি না আদতে একাধিক খাবার আছে যেগুলি আপাতভাবে সমস্যাহীন, কিন্ত পেটের ভিতরে প্রবেশ করলে বিষের মতো আচরণ করে৷ কোন কোন খাবার শরীরের জন্য টক্সিক বা বিষের ভান্ডার হতে পারে
advertisement
অনেক সময় দেখা যায় পুরো আলু বা আলুর কিছু অংশ সবুজাভ হয়ে গিয়েছে৷ এই ধরনের আলুতে সোলোনেস উপাদান তৈরি হয়৷ এটা এক ধরনের নিউরোটক্সিন৷ এবং শরীরের জন্য বিষের মতোই ক্ষতিকর এই উপাদান৷ সবুজ আলু খেলে মাথাব্যথা, পেটব্যথা থেকে শুরু করে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে৷ জটিলতা বাড়লে কোমা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে৷ তাই ভুল করেও আলুর সবুজ অংশ খাবেন না৷
advertisement
প্রায় সব বাড়ির মশলার পাত্রেই জায়ফল থাকে৷ এর ওষধিগুণ প্রচুর৷ কিন্তু বেশি জায়ফল খাওয়া খুবই ক্ষতিকর৷ কারণ জায়ফলে মায়রিস্টিসিন নামে সক্রিয় যৌগ থাকে৷ শরীরে প্রবেশের পর এই যৌগ স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে৷ বেশি জায়ফল খেলে ক্লান্তি, মাথাঘোরা,বমির মতো উপসর্গ দেখা দিতে পারে৷
advertisement
advertisement
advertisement
