এই বছরেই বিয়ের পিঁড়িতে বসছেন? মেকআপ নয় চোখের তলায় কালি দূর করুন এই ঘরোয়া উপায়ে

Last Updated:
Bridal Skin Care : চোখের কালি দূর করতে সহজ নিয়ম মানুন...
1/6
বিয়ে মানেই নিজেকে সেরা দেখাতে হবে। আর তার মধ্যেই ‘কালো হরিণের চোখ’-এর তলায় জেদি কালো দাগ? বিয়ের আগে টেনশনে তা ক্রমশ বাড়ছে আরও। মেকআপ করলেও যাচ্ছে না সেই দাগ। আপনার চেহারার জৌলুসও চলে যাচ্ছে একেবারেই! তাই চোখের কালি দূর করতে সহজ নিয়ম মানুন...
বিয়ে মানেই নিজেকে সেরা দেখাতে হবে। আর তার মধ্যেই ‘কালো হরিণের চোখ’-এর তলায় জেদি কালো দাগ? বিয়ের আগে টেনশনে তা ক্রমশ বাড়ছে আরও। মেকআপ করলেও যাচ্ছে না সেই দাগ। আপনার চেহারার জৌলুসও চলে যাচ্ছে একেবারেই! তাই চোখের কালি দূর করতে সহজ নিয়ম মানুন...
advertisement
2/6
ঘুমের অভাব আপনার ত্বককে ফ্যাকাশে দেখাতে পারে, চোখের নিচের কালো বৃত্তগুলিকে আরও স্পষ্ট করে তোলে। কারণ যাই হোক না কেন, চোখের নিচের কালো দাগ কমানোর একটি সহজ উপায় হল পরিমিত ঘুম।
ঘুমের অভাব আপনার ত্বককে ফ্যাকাশে দেখাতে পারে, চোখের নিচের কালো বৃত্তগুলিকে আরও স্পষ্ট করে তোলে। কারণ যাই হোক না কেন, চোখের নিচের কালো দাগ কমানোর একটি সহজ উপায় হল পরিমিত ঘুম।
advertisement
3/6
আপনার ডায়েটে ভিটামিন কে, সি, এ এবং ই সমৃদ্ধ খাবার অবশ্য়ই রাখুন। যেমন: তরমুজ, টমেটো, বেরি, তাজা সবুজ শাক, ব্রকলি, কিডনি বিনস এবং শসা। নুন আপনার শরীরকে জল ধরে রাখতে সাহায্য করে ফলে চোখের নীচে ফোলাভাব হতে পারে।
আপনার ডায়েটে ভিটামিন কে, সি, এ এবং ই সমৃদ্ধ খাবার অবশ্য়ই রাখুন। যেমন: তরমুজ, টমেটো, বেরি, তাজা সবুজ শাক, ব্রকলি, কিডনি বিনস এবং শসা। নুন আপনার শরীরকে জল ধরে রাখতে সাহায্য করে ফলে চোখের নীচে ফোলাভাব হতে পারে।
advertisement
4/6
প্রচুর পরিমানে জল পান করুন।
প্রচুর পরিমানে জল পান করুন।
advertisement
5/6
আন্ডার-আই-জেল সিরাম দিয়ে সবসময় চোখের তলাটা হাইড্রেটেড রাখার চেষ্টা করুন।
আন্ডার-আই-জেল সিরাম দিয়ে সবসময় চোখের তলাটা হাইড্রেটেড রাখার চেষ্টা করুন।
advertisement
6/6
সূর্যের তেজ চোখের নীচের ত্বককে দুর্বল করে তুলতে পারে যার ফলে কালো বৃত্ত হতে পারে। আপনার চোখের চারপাশের সূক্ষ্ম ত্বকের পাশাপাশি আপনার শরীরের বাকি অংশকে রক্ষা করতে সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন। (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
সূর্যের তেজ চোখের নীচের ত্বককে দুর্বল করে তুলতে পারে যার ফলে কালো বৃত্ত হতে পারে। আপনার চোখের চারপাশের সূক্ষ্ম ত্বকের পাশাপাশি আপনার শরীরের বাকি অংশকে রক্ষা করতে সবসময় সানস্ক্রিন ব্যবহার করুন। (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement