আধুনিকাদের কাছে জীবন মানেই ঘরে বাইরে সমানতালে ৷ যে কোনও সংসারের মেরুদণ্ড হলেন মহিলারা ৷ তাই তাঁদের ডায়েটের (diet for women) দিকে বিশেষ নজর দিতে হবে ৷ সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে প্রতি চার জন পূর্ণবয়স্ক মহিলার মধ্যে এক জন অপুষ্টিতে ভোগেন ৷ আসুন, জেনে নিই কিছু সুপারফুডের (superfood) কথা ৷ যেগুলি মহিলাদের ডায়েটে (superfood in women’s diet) অপরিহার্য ৷ কারণ, মহিলাদের সুস্বাস্থ্য মানে সমাজেরও সুস্থতা ৷