Tips To Remove Earwax: কানে অতিরিক্ত ময়লা জমেছে? চিন্তা নেই, ঘরে বসে নিমেষেই দূর হবে সমস্যা, রইল কান সাফ রাখার সহজ কিছু টিপস
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How To Clean Ear Wax Easily: কানের ময়লা নিয়ে জেরবার হলে বাড়িতে বসেই সঠিক ভাবে কান পরিষ্কার করতে হবে। আর কানের ময়লা সাফ করার কিছু সহজ উপায় দেখে নেওয়া যাক।
অনেক সময় কানের ভিতরে ময়লা জমতে জমতে এমন আকার ধারণ করে যে, আমাদের নানা রকম সমস্যা হতে শুরু করে। তবে কানের ময়লার উপকারিতাও রয়েছে। কানে যে ময়লা জমে, সেটা আবার বাইরের ধুলোবালি, ব্যাকটেরিয়া এবং অন্যান্য ময়লা থেকে কানকে রক্ষা করে। শুধু তা-ই নয়, সংক্রমণ থেকেও রক্ষা করে কানের ময়লা। যদিও তা বেড়ে গেলে কিন্তু মুশকিল। ব্যথা, চুলকানি এবং শোনার সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। তাই কানের ময়লা নিয়ে জেরবার হলে বাড়িতে বসেই সঠিক ভাবে কান পরিষ্কার করতে হবে। আর কানের ময়লা সাফ করার কিছু সহজ উপায় দেখে নেওয়া যাক। (Representative Image)
advertisement
কানের ময়লা পরিষ্কার করার ঘরোয়া টোটকা: ১. ঈষদুষ্ণ নারকেল তেল অথবা অলিভ অয়েল কানে দিয়ে রাখা অত্যন্ত পুরনো এবং কার্যকর কৌশল। এতে কানে জমে থাকা ময়লা নরম হয়। ফলে তা সহজেই বেরিয়ে আসে। এর জন্য একটি ড্রপারের মাধ্যমে কয়েক ফোঁটা ঈষদুষ্ণ তেল কানের ভিতরে দিয়ে নিতে হবে। কয়েক মিনিট মাথাটা একটু হেলিয়ে রাখতে হবে। এরপরে অন্য কানেও একই ভাবে তেল দিতে হবে। ১-২ দিন অথবা কয়েক ঘণ্টা পরে ময়লা নিজেই বেরিয়ে আসবে। (Representative Image)
advertisement
২. আবার হাইড্রোজেন পারঅক্সাইড হল একটি মেডিক্যাল রাসায়নিক। যার মধ্যে দ্রবীভূত হয়ে যায় কানের ময়লা। ৩ শতাংশের একটা সলিউশন হিসেবে যে কোনও ওষুধের দোকান থেকে কেনা যায় এটি। আধ চা-চামচ জলের মধ্যে আধ চা-চামচ ওই সলিউশন মেশাতে হবে। এবার ড্রপারের সাহায্যে তা কানে ঢালতে হবে। মাথাটা হেলিয়ে রাখতে হবে। (Representative Image)
advertisement
৩. যদি অতিরিক্ত পরিমাণে কানে ময়লা জমে, তাহলে ঈষদুষ্ট জল দিয়ে ধুয়ে ফেলা নিরাপদ উপায়। এর জন্য একটি পরিষ্কার-পরিচ্ছন্ন একটি রাবার বাল্ব সিরিঞ্জে ঈষদুষ্ণ জল মাথা হেলিয়ে ধীরে ধীরে কানের ভিতরে প্রবেশ করাতে হবে। কিছুক্ষণ এটি করার পর কানের ময়লা বেরিয়ে যাবে। তবে এই কৌশল অবলম্বন করার আগের দিন কানে তেল দিয়ে রাখলে ভাল হবে। (Representative Image)
advertisement
৪. এক্ষেত্রে লবণ আর জলের মিশ্রণও কার্যকর হতে পারে। এক চা-চামচ লবণকে আধ কাপ ঈষদুষ্ণ জলে মিশিয়ে একটি তুলোর সাহায্যে তা কানের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করাতে হবে। কয়েক মিনিট মাথায় হেলিয়ে রাখতে হবে। তারপর পরিষ্কার কাপড় ব্যবহার করে ময়লা বার করে আনতে হবে। এটি সস্তা, নিরাপদ এবং কার্যকর উপায়। (Representative Image)
advertisement
৫. আজকাল বাজারে নানা ধরনের কান পরিষ্কার করার কিট পাওয়া যায়। যা ঘরে ব্যবহারের জন্য একেবারেই নিরাপদ। এই কিটে থাকে ড্রপ, সিরিঞ্জ এবং তা ব্যবহারের ইনস্ট্রাকশন। এই কিটটি সঠিক ভাবে ব্যবহার করলে কানের ময়লা কোনও ব্যথা অথবা ঝুঁকি ছাড়াই দূর করা সম্ভব। তবে মাথায় রাখতে হবে যে, কানের একেবারে ভিতরে কোনও বস্তু প্রবেশ করানো চলবে না। এতে কানের টিম্প্যানিক মেমব্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )