Beauty Secret: বিয়ের কনের থেকেও বেশি আকর্ষণীয় মহিলা! কীভাবে সম্ভব এই রূপ, রইল বিস্তারিত
Last Updated:
Beauty Skin Glow Tips: বিয়ের মরশুমে চারদিকে শুধুই সানাইয়ের শব্দ শোনা যাচ্ছে। গত কয়েক বছরে ভারতের বাজারে মেক-আপ সামগ্রীর বিক্রি বেড়েছে ব্যাপক। প্রায় সমস্ত মহিলাই এখন মেক-আপ করতে অভ্যস্ত।
প্রায় সব মহিলাই বিয়ের নিমন্ত্রণে এই মেক-আপ করার বিষয়টি নিয়ে খুবই ভাবেন। অনেকে পার্লারে গিয়ে মেক-আপ করান বিশেষজ্ঞেরা সাহায্যে। কিন্তু সেক্ষেত্রে বাদ সাধতে পারে সময় এবং অবশ্যই অর্থ। বরং নিজেরাই একটু মেক-আপ করে নেওয়া যেতে পারে বাড়িতে।খুব সামান্য কয়েকটি মেক-আপ সামগ্রী বাড়িতে থাকলেই বিয়ের নিমন্ত্রণে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নেওয়া যেতে পারে।
advertisement
ঝাড়খণ্ডের একজন পেশাদার মেক-আপ শিল্পী হরজিন্দর কৌর গত পনেরো বছর ধরে কাজ করছেন। তিনিই জানালেন, চটজলদি বিয়ে বাড়ির জন্য তৈরি হতে কী কী মেক-আপ পণ্য লাগতে পারে। যেসমস্ত মহিলারা পার্লারে যেতে পারছেন না, তাঁরা এই পাঁচটি প্রসাধনী সামগ্রী বাড়িতে রাখতে পারেন। এগুলির সাহায্যে যেকোনও অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নেওয়া যাবে খুব সহজে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement