Cheap Market: ৫০ টাকায় ট্রেন্ডি টপ! ১০০ টাকায় স্টাইলিশ জিন্স! এমনটাও হয় না কি? এই ৫ মার্কেটে মেলে সস্তার জামাকাপড়

Last Updated:
5 cheapest markets: আজ দেশের রাজধানী দিল্লির এমনই ৫টি মার্কেটের কথা বলব, যেখানে ট্রেন্ডি ফ্যাশনেবল পোশাক, গয়না-সহ নানা অ্যাকসেসরিও পাওয়া যায়।
1/6
*শপিং করলে মনটা একেবারে ভাল হয়ে যায়। বিশেষ করে মেয়েরা শপিংয়ের নাম শুনলে আত্মহারা হয়ে ওঠেন। মল থেকে নামীদামি ব্র্যান্ডেড পোশাক কিনলেও সস্তায় ট্রেন্ডি জামাকাপড় কিনতে বোধহয় সব মেয়েরাই ভালবাসেন। আজ দেশের রাজধানী দিল্লির এমনই ৫টি মার্কেটের কথা বলব, যেখানে ট্রেন্ডি ফ্যাশনেবল পোশাক, গয়না-সহ নানা অ্যাকসেসরিও পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হল, এখানে জিনিসের দাম অবিশ্বাস্য রকমের কম! সংগৃহীত ছবি। 
*শপিং করলে মনটা একেবারে ভাল হয়ে যায়। বিশেষ করে মেয়েরা শপিংয়ের নাম শুনলে আত্মহারা হয়ে ওঠেন। মল থেকে নামীদামি ব্র্যান্ডেড পোশাক কিনলেও সস্তায় ট্রেন্ডি জামাকাপড় কিনতে বোধহয় সব মেয়েরাই ভালবাসেন। আজ দেশের রাজধানী দিল্লির এমনই ৫টি মার্কেটের কথা বলব, যেখানে ট্রেন্ডি ফ্যাশনেবল পোশাক, গয়না-সহ নানা অ্যাকসেসরিও পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হল, এখানে জিনিসের দাম অবিশ্বাস্য রকমের কম! সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*সরোজিনী নগর মার্কেট: দিল্লির সরোজিনী নগর মার্কেটের কথা তো গোটা দেশবাসী ইতিমধ্যেই জেনে গিয়েছেন! বলা হয়, শপিংপ্রেমী মেয়েদের প্রাণ এই মার্কেট। সপ্তাহান্তে এখানে তিলধারণের জায়গা পর্যন্ত থাকে না। জানলে হয়তো অনেকেই অবাক হবেন যে, এখানে মাত্র ৫০ টাকায় টপ এবং ১০০ টাকায় জিন্স পাওয়া যায়। বাজেটেই কেনাকাটা সম্পূর্ণ হয়ে যাবে। তবে এখানে কেনাকাটা করতে দর কষাকষি করতে ভুললে চলবে না। শুধু মেয়েদেরই নয়, ছেলেদের জামাকাপড় মেলে কম দামে। সোমবার ছাড়া গোটা সপ্তাহই খোলা থাকে এই মার্কেট। এখানে পৌঁছনোর জন্য পিঙ্ক লাইন মেট্রো নিতে হবে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনেই পড়বে এই বাজার। সংগৃহীত ছবি। 
*সরোজিনী নগর মার্কেট: দিল্লির সরোজিনী নগর মার্কেটের কথা তো গোটা দেশবাসী ইতিমধ্যেই জেনে গিয়েছেন! বলা হয়, শপিংপ্রেমী মেয়েদের প্রাণ এই মার্কেট। সপ্তাহান্তে এখানে তিলধারণের জায়গা পর্যন্ত থাকে না। জানলে হয়তো অনেকেই অবাক হবেন যে, এখানে মাত্র ৫০ টাকায় টপ এবং ১০০ টাকায় জিন্স পাওয়া যায়। বাজেটেই কেনাকাটা সম্পূর্ণ হয়ে যাবে। তবে এখানে কেনাকাটা করতে দর কষাকষি করতে ভুললে চলবে না। শুধু মেয়েদেরই নয়, ছেলেদের জামাকাপড় মেলে কম দামে। সোমবার ছাড়া গোটা সপ্তাহই খোলা থাকে এই মার্কেট। এখানে পৌঁছনোর জন্য পিঙ্ক লাইন মেট্রো নিতে হবে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনেই পড়বে এই বাজার। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*করোলবাগ মার্কেট: পশ্চিম দিল্লিতে রয়েছে করোলবাগ মার্কেট। শপিংপ্রেমীদের কাছেও এটা যেন স্বর্গ! বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন, ট্র্যাডিশনাল পোশাকের সম্ভার এখানে পাওয়া যায়। আর দিল্লির প্রাচীনতম মার্কেটগুলির মধ্যে এটি অন্যতম। স্থায়ী দোকান ছাড়াও রাস্তাতেও বসে জামাকাপড়ের পসরা। এখান থেকে ক্রেতারা ১০০ টাকাতেও ট্রেন্ডি এবং স্টাইলিশ জিনিস কিনতে পারেন। সমস্ত বয়সের মানুষের পোশাকের দেখা মিলবে। এখানে পৌঁছনোর জন্য ব্লু লাইন মেট্রো নিতে হবে। নিকটতম স্টেশন হল করোলবাগ। সংগৃহীত ছবি। 
*করোলবাগ মার্কেট: পশ্চিম দিল্লিতে রয়েছে করোলবাগ মার্কেট। শপিংপ্রেমীদের কাছেও এটা যেন স্বর্গ! বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন, ট্র্যাডিশনাল পোশাকের সম্ভার এখানে পাওয়া যায়। আর দিল্লির প্রাচীনতম মার্কেটগুলির মধ্যে এটি অন্যতম। স্থায়ী দোকান ছাড়াও রাস্তাতেও বসে জামাকাপড়ের পসরা। এখান থেকে ক্রেতারা ১০০ টাকাতেও ট্রেন্ডি এবং স্টাইলিশ জিনিস কিনতে পারেন। সমস্ত বয়সের মানুষের পোশাকের দেখা মিলবে। এখানে পৌঁছনোর জন্য ব্লু লাইন মেট্রো নিতে হবে। নিকটতম স্টেশন হল করোলবাগ। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*লাজপত নগর মার্কেট: যাঁরা ট্র্যাডিশনাল পোশাক পরতে ভালবাসেন, তাঁদের জন্য এই মার্কেট সেরা। তবে জুতোর জন্য বিখ্যাত এই মার্কেট। নানা ধরনের স্টাইলিশ, ট্রেন্ডি জুতো, স্যান্ডেল পাওয়া যাবে। মাত্র ৩০০ টাকায় পাওয়া যাবে দারুন সব জুতো। এছাড়া জামাকাপড়, অ্যাকসেসরি তো আছেই! এই মার্কেটের নিকটবর্তী মেট্রো স্টেশন হল লাজপত নগর। সংগৃহীত ছবি। 
*লাজপত নগর মার্কেট: যাঁরা ট্র্যাডিশনাল পোশাক পরতে ভালবাসেন, তাঁদের জন্য এই মার্কেট সেরা। তবে জুতোর জন্য বিখ্যাত এই মার্কেট। নানা ধরনের স্টাইলিশ, ট্রেন্ডি জুতো, স্যান্ডেল পাওয়া যাবে। মাত্র ৩০০ টাকায় পাওয়া যাবে দারুন সব জুতো। এছাড়া জামাকাপড়, অ্যাকসেসরি তো আছেই! এই মার্কেটের নিকটবর্তী মেট্রো স্টেশন হল লাজপত নগর। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*জনপথ মার্কেট: দিল্লিতে শপিংয়ের স্বর্গই বলা যায় কনট প্লেসের জনপথ মার্কেটকে। এখানে কম দামে পোশাক, গয়না, স্যান্ডেল, হ্যান্ডব্যাগ সমস্ত কিছুই পাওয়া যায়। তবে এখানে শপিং করতে গেলে দর কষাকষির দক্ষতা কাজে লাগানো আবশ্যক। এখানে ২০০ টাকায় টপ এবং ৩০০ টাকায় জিন্স পাওয়া যাবে। এই মার্কেটের নিকটতম মেট্রো স্টেশন হল জনপথ। সংগৃহীত ছবি। 
*জনপথ মার্কেট: দিল্লিতে শপিংয়ের স্বর্গই বলা যায় কনট প্লেসের জনপথ মার্কেটকে। এখানে কম দামে পোশাক, গয়না, স্যান্ডেল, হ্যান্ডব্যাগ সমস্ত কিছুই পাওয়া যায়। তবে এখানে শপিং করতে গেলে দর কষাকষির দক্ষতা কাজে লাগানো আবশ্যক। এখানে ২০০ টাকায় টপ এবং ৩০০ টাকায় জিন্স পাওয়া যাবে। এই মার্কেটের নিকটতম মেট্রো স্টেশন হল জনপথ। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*চাঁদনি চক মার্কেট: চাঁদনি চক মার্কেট পুরাতন দিল্লির গর্ব। বিয়ের কেনাকাটার জন্য একেবারে আদর্শ। সরু-সংকীর্ণ গলির মধ্যে দিয়ে হাঁটার সময় রঙবেরঙের জামাকাপড়ে সাজানো দোকানগুলি যেন হাতছানি দিয়ে ডাকবে! বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, গয়না, লেপ-কম্বল, বাসনকোসন, ড্রাই ফ্রুটস - কী নেই! লেহেঙ্গার কালেকশনের কথা তো বলার অপেক্ষাই রাখে না। মাত্র ২০০০ টাকাতেই পাওয়া যাবে দারুন জমকালো লেহেঙ্গা। এখানে পৌঁছতে গেলে ইয়েলো লাইন মেট্রো নিতে হবে। নিকটতম মেট্রো স্টেশন হল চাঁদনি চক। সংগৃহীত ছবি।
*চাঁদনি চক মার্কেট: চাঁদনি চক মার্কেট পুরাতন দিল্লির গর্ব। বিয়ের কেনাকাটার জন্য একেবারে আদর্শ। সরু-সংকীর্ণ গলির মধ্যে দিয়ে হাঁটার সময় রঙবেরঙের জামাকাপড়ে সাজানো দোকানগুলি যেন হাতছানি দিয়ে ডাকবে! বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, গয়না, লেপ-কম্বল, বাসনকোসন, ড্রাই ফ্রুটস - কী নেই! লেহেঙ্গার কালেকশনের কথা তো বলার অপেক্ষাই রাখে না। মাত্র ২০০০ টাকাতেই পাওয়া যাবে দারুন জমকালো লেহেঙ্গা। এখানে পৌঁছতে গেলে ইয়েলো লাইন মেট্রো নিতে হবে। নিকটতম মেট্রো স্টেশন হল চাঁদনি চক। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement