1/ 5


• প্রেম দিবস। প্রেমের মাস। চারিদিকে প্রেমময় ব্যাপার-স্যাপার। একটা কথা ভুললে চলবে না। মনের রাস্তা কিন্তু পেট হয়েই যায়।নিরিবিলি, সুন্দর অ্যাম্বিয়েন্স একটু চোখে চোখ রেখে প্রেম না করলে যে দিনটাই মাটি । তাই এই প্রেমের দিনকে আরও ভালবাসায় ভরিয়ে তুলতে ৩৭ রেলিস রুট নিয়ে এল দূর্দান্ত অফার ।
2/ 5


• সার্দান অ্যাভিনিউর ৩৭, কবীর রোডে এই ঝাঁ চকচকে রেস্তোরাঁ । ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে’র দিনে দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এখানে দূর্দান্ত অফার পেয়ে যাবেন । দু’জনের জন্য আনুমানিক খরচ হতে পারে ৬০০ টাকা (কর অতিরিক্ত)।
4/ 5


• মেনুতে থাকছে দারুণ দারুণ সব সেফ স্পেশ্যাল আইটেম । শিলে বাটা চিংড়ি, ম্যাকরনি, থাই অ্যাফেয়ার্স, ডাল নারকেল ভাপা, শেফার্ড’স পাই ।